৩১ ডিসে, ২০১৪

আপনার এলাকায় থ্রিজি নাই… নু-চিন্তা … এই পোস্টটি আপনার জন্য … Exclusive

নিচের চিত্রের মত করে সরঞ্জাম গুলি সংগ্রহ করুন…
. প্লেয়ারস
. এলুমিনিয়াম এর পাতিলের ঢাকনা (বাজারে এটি ৫০ টাকা নেবে)
. এলুমিনিয়ামের ফুয়েল পেপার (এটি যেকোনো বড় মুদি দোকানে পাবেন ,আমি কিনেছিলাম ঢাকার গুলিস্তানের কাপ্তান বাজার থেকে)
. এলুমিনিয়াম এর একটি লম্বা এন্টেনা ( এটি পুরোনো রেডিওতে পাবেন অথবা ভাঙ্গারি দোকানে ১০-১৫ টাকায় কিনে নিতে পারেন)
. স্ক্রু ডাইভার
. মডেম
. ১০ মি. USB কেবল
. বাধার জন্য কিছু সুতা ও রাবার
প্রথমে এলুমিনিয়াম এর ঢাকনাটিকে ফুয়েল পেপারের উলটা পাশ দিয়ে চিত্রের মত করে মুরিয়ে নেন…
এবার রেডিওয়ের এন্টেনা টির সাথে মডেমটি টাকা বান্ডেল করার রাবার দিয়ে একসাথে জড়ো করেন…
এলুমিনিয়াম এর ঢাকনার ঠিক মাঝ খানে মডেমের লাইনটি বাহিরে বের করার জন্য পরিমান মত ছিদ্র করেন…
মডেমটিকে ধরে রাখার জন্য ঢাকনাটির একপাশ থেকে অন্য পাশ পর্যন্ত একটি কাঠি দিয়ে বাধ দেন…
চিত্রের মত মডেম টি বসিয়ে অন্য পাশ দিয়ে USB কেবলের সংযোগ দেন…
……………
যতটুকু সম্ভব উপরে একটি বাশের সাথে বেধে সেট করেন…
ব্যাস হয়ে গেলে আপনার ৩জি এন্টেনা… আমি এভাবে ২৫ কি.মি. দূর থেকে ৩জি নেটওয়ার্ক পাই…

২৪ ডিসে, ২০১৪

DU meter 6 20 cracked fully registered 100% working With Video Tutorial

কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো, আমিও আপনাদের দোয়ায়  এবং আল্লাহর অশেষ রহমতে “আলহামদুল্লিল্লাহ্” ভালো আছি, অনেক দিন ধরে আপনাদের সাথে কিছু শেয়ার করা হয় না, তাই বলে যে আপনাদের জন্য কিছুই করি না এমনটি নয়, অনেক ভিডিও টিউটোরিয়াল করতেছি আপনাদের জন্য, কিন্তু সময় করে টউন লেখা হয় না অলসতার কারনে, যদি আপনারা সেই ভিডিও টিউটোরিয়াল দেখতে চান তাহলে এই লিংকে যেতে পারেন www.youtube.com/codingbank আর আজকে আপনাদের সাথে শেয়ার করবে সব থেকে জনপ্রিয় ইন্টারনেট স্পিড পরিমাপ করার সফটওয়ার DU Meter এবং সাথে থাকলে ক্র্যাক ফাইল, আরো আপনাদের সুবিধার্থে থাকলে ভিডিও টিউটোরিয়াল কিভাবে ক্র্যাক করতে হয়, তা এই টিউটোরিয়াল দেখে দেখে করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এখনই ডাউনলোড করুন
এবং কিভাবে ক্র্যাক করবেন তা দেখতে নিচের টিউটোরিয়ালটি দেখুন।

অ্যান্ড্রয়েড এ বিরক্তিকর অনলাইন এড বন্ধ করুন

Mobogeine!! ইন্টারনেটে ব্রাউজিং এর সময়  Adblock-Plus
একটা লিংকে ক্লিক
করলে মাঝে মাঝে অন্য ট্যাব
খুলে, এটা মুলত হয় অ্যাডের
কারণে। তার মধ্যে এই মোবোজিইনি যে কতবার ডাঊনলোড করেছেন,আপনি মনে হয় নিজেও জানেন না! শুধু মোবোজিইনিই না,এই অ্যাডগুলো খুবই বিরক্তিকর
জিনিস। যারা পিসি ইউজার
তারা এই সফটটির কথা অনেকেই
জানেন। এই ধরনের অনলাইন অ্যাড
বন্ধ করতে এর জুড়ি নেই। এবার
এন্ড্রয়েডের জন্যও
চলে আসছে অ্যাডব্লকার।
নিয়ে নিন এর পেইড ভার্শন। এখন আর
অনলাইনে থাকা অ্যাড
গুলি বিরক্ত করবে না আপনাকে।
সে কারণে অনেক মেগাবাইট ও
সাশ্রয় হবে আপনাদের।
বিঃ দ্রঃ ভালো ফল
পেতে হলে আপনার ডিভাইসটি রুট
করা এবং কমপক্ষে জেলীবিন
হতে হবে।

ডাউনলোড করুন লেটেষ্ট Internet Download Manager (IDM) 6.21 Build 17 + Crack

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করবো সব চেয়ে জনপ্রিয় Internet Download Manager (IDM) এর লেটেষ্ট ভার্সন, তাও আবার ফুল ভার্সন মানে ক্র্যাক সহ। তাহলে আর কথা না বাড়িয়ে এখনই ডাউনলোড করুন
crack করার নিয়ম।
1. install this file “idman621build17″
2. exit idm
3. copy crack
4. Past this location “C:\Program Files\Internet Download Manager” then click replace
5. double click “Key” file>ok>OK etc…..
6. search IDM and open this file.
Thank you

যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওটি দেখুন

আমাদের সকল ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।

Trial version software সময় ধরে রাখুন Time Stopper এর মাধ্যমে।

Time Stopper software এর মাধ্যমে আপনি অনেক trial version software এর সময়কে আটকে দিতে পারেন। যেমন আপনার Photoshop এর licence expire হয়ে গেসে। এখন আপনি চাইলেই এর সময় কে স্থির রাখতে পারেন।
কাজের ধারাঃ
১।software ওপেন করুন এবং browse বাটনে ক্লিক করুন।
২যে program এর time ধরে রাখতে চান তার exe file select করুন।
৩। choos the new date থেকে date select করুন। যেমন ফটোশপ এর ক্ষত্রে 2014 সাল দিন।
৪। যেকোনো একটি নাম দিন।
৫। create desktop short-cut এ ক্লিক করুন।
ব্যাস এবার নিসচিন্তে program চালান।

খুব সহজেই ফিরিয়ে আনুন আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট!

অনেক সময় আমাদের অতি প্রিয় ফেসবুক আইডিটি অনাকাঙ্খিত ভাবেই হ্যাক হয়ে যায়। যার ফলে আমরা নানা রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকি এবং অতি সাধের আইডিটি ফিরে পাবার জন্য অনেক চেষ্টা করে থাকি। কিন্তু অধিকাংশ সময়েই আমরা সফল হইনা আর সেই আইডিটি ও ফিরে পাইনা। তাই আজ আমি আপনাদের সাথে জানাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবেন। হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবার অনেক পদ্ধুতি থাকলেও আমার মতে এই পদ্ধুতিটিই খুব সহজ এবং অনেক বেশী কার্যকর।
নিচের পদ্ধুতি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পারবেন।
১. প্রথমে এখানে ক্লিক করুন লিখে Enter চাপুন ।
২. এবার My Accounts Compromised এ ক্লিক করুন ।
৩. এখন Identify Your Account অংশ হতে আপনার ফেসবুক আইডিটি সিলেক্ট করুন, অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে খোঁজ করুন ।
৪. Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন ।
৫. This is My Account এ ক্লিককরুন ।
এখানেই কাজ শেষ। আশা করি আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডিটি ফিরে পাবেন।

২০ নভে, ২০১৪

Smart Shop Solution Software ব্যবহার করে খুব সহজেই আপনার দোকানের হিসেব রাখুন

শিরোনাম দেখে হয়তো অনেকে বুঝতে পারবো আমি কি নিয়ে লিখতে যাচ্ছি। আমাদের মাঝে অনেকেই আছেন যে ব্যবসা করেন এবং হাজার হাজার টাঁকা বিনিয়োগ এর পর ও লাভের মুখ দেখতে পারছেন না। এর এক মাত্র কারণ হোল সঠিক হিসেব রক্ষনের অভাবে আপনার কর্মচারী আপনার অজান্তেই অনেক কারচুপি করে চলেছে। এ অবস্থা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই সফটওয়্যার। এটি এত তাই User Friendly যে কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলেই আপনি এটা ব্যবহার করতে পারবেন।
2014-10-26_162530

Product Name: Smart Shop Solution Desktop Application Software
Description: A complete solution software for maintaining any kinds of shop.
Application: Super Shop, General Store, Fast Food Shop, Pharmacy, Mobile Showroom, Electronics Showroom, Auto Mobile Showroom, Library And More…
Features:
1. Customer invoice making system.
2. Expenditure entry.
3. Database backup & restore.
4. Secure login system.
5. Multi-user system.
6. Daily, monthly, yearly purchase, sales & expenditure report.
7. Printing system.
8. Easy and friendly graphics user interface.
9. Daily, monthly, yearly balance sheet.
10. Multi-shop system.
11. Remote database system.
12. And more…

Operating System: Windows 7 (32bit & 64bit)/Windows 8 (32bit & 64bit)/Windows 8.1 (32bit & 64bit)
It is mandatory to install .net framework 3.5 or above to run this software in Windows XP
2014-10-26_162511
2014-10-26_162651
2014-10-26_162847
2014-10-26_162530

সফটওয়্যার টি ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
Download-NOW

সফটওয়্যার টির আরও বিস্তারিত জানতে এবং ব্যবহার বিধি জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

Photoshop ব্যবহার না করে কিভাবে Photo Editing এর কাজ করা যায়

প্রথমত, মূল ইমেজ হিসেবে ব্যবহার করা ছবি নির্বাচন করুন
family-holiday-card-kristen-duke-for-e-how
www.PicMonkey.com হোম পৃষ্ঠায়, উপরের কোলাজ বাটনে ক্লিক করে একটি কোলাজ শুরু. এটা আপনি আপনি ব্যবহার করতে চান ফোল্ডার থেকে ইমেজ নির্বাচন করতে পারবেন একটি পপ আপ প্রর্দশিত হবে.
picmonkey-collage
এর পরে, তারপর কোলাজ জন্য একটি আকৃতি নির্বাচন, কিছু চিত্র চয়ন. আপনি চান মাপ কোলাজ নীচে মাত্রা পরিবর্তন করুন.
collage-layout
এই উদাহরণে, আপনি অন্তত চারটি ইমেজ নির্বাচন. তারপর ছবির বিভাগে যান. আপনি কিছু অতিরিক্ত ছবি নির্বাচন করা হলে কোলাজ খুঁজে ডিম্বপ্রসর যখন, আপনার নমনীয়তা দেয়. তারপর, তাই ভালো, বিন্যাস যথাযথ স্লট মধ্যে ইমেজ টেনে:
picture-in-collage
এই অন্য কিছুই সঙ্গে কোলাজ সৃষ্টি করে. আপনি চেয়েছিলেন, আপনি শুধু আপনার কার্ড হিসাবে এই পাঠাতে পারে. কিন্তু আপনার ছবি উপরে ছড়িয়ে পড়ার টেক্সট অভিবাদন করতে পারেন
collage
এখন এটি একটি ব্যানার জন্য সময়. আপনি ব্যানার অধ্যায় খুঁজে যতক্ষণ আকার অপশন দেখতে, এবং স্ক্রল প্রজাপতি আইকনে ক্লিক করুন.
banner-color
একটি ব্যানার আকৃতি চয়ন করুন, এবং যদি আপনি চান তাহলে রঙ পরিবর্তন – এই ক্ষেত্রে, আমি গাছ পরিপূর্ণ করার জন্য একটি সবুজ নির্বাচিত. আমি ইতিমধ্যে আমার ইমেজ যে উপস্থিত একটি রঙ নির্বাচন করতে পারেন যে ভালোবাসি. পরবর্তী আপ: খুব, “Tt” আইকনে ক্লিক করুন, এবং যেমন কিছু টেক্সট, যোগ যে জন্য রঙ ও ফন্ট নির্বাচন করুন “হলিডের.”. আপনার দেওয়া ফন্ট প্রেম না থাকে, আপনার কম্পিউটারে যে এক ব্যবহার.
adding-text-to-collage
আমি সহজ এই বিশেষ কার্ড রাখতে চেয়েছিলেন, এবং মডেল এর জামাকাপড় আরো নিঃশব্দ যেহেতু, আমি সামগ্রিক কার্ড যে ভাবে রাখা বেছে নিয়েছে. তবে, কিছু ছুটি-নির্দিষ্ট খাওয়াদাওয়া যোগ নীচে একটি তুষারকণা আইকন যোগ এবং কয়েক থিম মধ্যে থেকে পছন্দ করে নিন.
add-details-to-collage
SantaLand থিম যেমন কাঠির মতো মিষ্টি, সান্তা এবং বড়দিন নির্দিষ্ট অন্যান্য উপাদান হিসাবে কিছু কমনীয় প্রভাব উপলব্ধ করা হয়.adding-christmas-details
আমি 5 বাই 7 ইঞ্চি কার্ড অর্ডার ঝোঁক. যে কাজের জন্য, তারপর, আপনার কোলাজ সংরক্ষণ নকশা ট্যাব খুলুন এবং 5-দ্বারা-7 সিলেক্ট করুন. এটা সঠিক মাপ নিশ্চিত, যে আকার টেমপ্লেট সম্মুখের এই কোলাজ ড্রপ.
তারপর আপনি শেষ করেছেন! এটা অনেক সৃজনশীল উপাদান রয়েছে এবং আপনি সঠিক ছবি বাছাই করেছেন একবার প্রক্রিয়া সাতিশয় সহজ হিসাবে Picmonkey, সহজ করে তোলে!

Balance Transfer

১২ নভে, ২০১৪

ডাউনলোড করে নিন USB_Block_v1.6.2 ফুল ভার্শন , আর আপনার USB কে রাখুন নিরাপদ !!!

ডাউনলোড করে নিন USB_Block_v1.6.2 ফুল ভার্শন , আর আপনার USB কে রাখুন নিরাপদ !!!
  • Block All Devices :
যেমন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, সিডি / ডিভিডি, অ-সিস্টেম ড্রাইভ ও নেটওয়ার্ক ড্রাইভ হিসাবে অননুমোদিত ডিভাইস ব্লক করুন.
  • Prevent Data Leak :
ইউএসবি-ব্লক এর পেটেন্ট পাসওয়ার্ড-সুরক্ষা নিরাপত্তা ব্যবহার করে গোপন তথ্য অ্যাক্সেস বন্ধ রাখুন.
  • Protect Data Theft :
মাল্টি স্তরপূর্ণ নিরাপত্তা মাত্রা তথ্য চুরি অসম্ভব, যার ফলে দূষিত ডিভাইসের সব ধরনের অবরোধ.
  • Protect Data Loss :
ডেটা অত্যাধুনিক হ্যাকিং টুলস থেকে এটা ইমিউন উপার্জন, অবৈধ প্রভাব বিস্তার প্রমাণ এবং হ্যাক-প্রমাণ থাকে.
  • Copy Protection :
এটি একটি মূল্যবান সম্পদ, যার ফলে আপনার ডাটা কুম্ভীলকবৃত্তি, অবৈধ বিতরণ এবং অনুলিপি আটকান.
  • Log Illegal Activity :
অবৈধ লগিন কার্যকলাপ মনিটর ও সময় এবং তারিখ সঙ্গে অননুমোদিত ডিভাইসের নাম সংগ্রহ করা হয়.
  • Compatible :
উদাহরণস্বরূপ উইন্ডোজ 2000 / এক্সপি জন্য, উইন্ডোজ সমস্ত সংস্করণের উপর কাজ করে / ভিস্তা / 7/8
  • Reliable :
পেটেণ্ট মুলতুবি সুরক্ষা পদ্ধতি আপনার তথ্য সব পরিস্থিতির অধীন সুরক্ষিত থাকবে নিশ্চিত.
 ডাউনলোড করার নিয়মঃ 
 

১০ নভে, ২০১৪

ডাউনলোড করুন IDM preactivated version. কোন crack/patch লাগবেনা

আমাদের অতি প্রয়োজনীয় সফটওয়্যার Internet download manager। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি IDM preactivated version. এটি ব্যবহার করতে কোন  crack/patch install করা লাগবেনা। শুধু ডাউনলোড করে ইন্সটল করলেই হবে।
প্রথমে আপনার আগের IDM টি uninstall করে নিন। তারপর ccleaner দিয়ে পিসি এর registry clean করে নিন। তারপর ইন্টারনেট অফ করে idm install করে নিন। ব্যাস আর কিছু করা লাগবেনা। নিশ্চিন্তে উপভোগ করুন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ IDM Preactivated

২৬ অক্টো, ২০১৪

অতিরিক্ত চুল পড়ে? এখনও? আর নয়……

ভাবছেন আর্টিকেলটা পড়ে লাভ হবে কিনা? আশা করি হবে, পড়েই দেখেন না, হতেও তো পারে। চুল তো প্রতিদিনইপড়ে, তবে হ্যাঁ, ১০০-১২৫ টার বেশী পড়া অবশ্যই সমস্যা, তবে তার সমাধানও আছে। এ বিষয়েই আপনার সঙ্গে আলাপ করছি, সাথে থাকুন।
Hair Loss

চুল কেন পড়ে?

  • শতকরা ৯৫ ভাগচুল পড়ার কারণ জিনগত/ বংশগত ।এ কারণে প্রাপ্তবয়স্ক ছেলেদের মাথার মাঝখানের ও কপালের দুই পাশের এবং মেয়েদের মাথার উপরিভাগের ওদু’পাশের চুল পাতলা হয়ে যায়।
  • খুস্কি তো চুলের বিশ্বস্ত শত্রু, চুল তো সে ফেলবেই।
  • অতিরিক্ত শ্যাম্পু করা, স্টাইল করা ও রঙ করা চুলের জন্য ক্ষতিকর।
  • থাইরয়েড হরমোনজনিত বালিভারের সমস্যাজনিত কারণেও চুল পড়তে পারে।
  • কেমোথেরাপি নিলে চুল পড়ে যায়।
  • মহিলাদের মেনোপজ হলে অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেলে চুল পড়ে।
  • অতিরিক্ত ডায়েট কন্ট্রোল করছেন ? সাবধান! এতেও কিন্তু চুল পড়ে।
  • ব্যাকটেরিয়া বা ছত্রাক জনিত ইনফেকশনের কারণে চুল কমে
  • চুলের অযত্ন হলে সে কি আর থাকে মাথায়?
  • কেমিক্যাল ব্যবহারেও চুল পড়ে।
  • মানসিক চাপ চুলের উপরেও চাপ তৈরি করে
  • পরিবারের কারো রিউমাটয়েড আথ্রাটিস, হাপানি, প্যারনেসিয়াস অ্যানিমিয়া ইত্যাদি রোগ থাকলে সেই পরিবারের লোকজনের চুল পড়া রোগও হতে পারে।
  • রক্তস্বল্পতা, যেমনঃ আয়রনের অভাবজনিত রক্তস্বল্পতা চুল পড়ার কারণ ।
  • বিভিন্ন রকমের রোগ যেমনঃ ডায়াবেটিস, অটোইমিউন রোগ যেমন- লুপাস, মূত্রনালীর প্রদাহ, পলিসিস্‌টিক ওভারিয়ান সিনড্রোম ইত্যাদি চুল পড়ার কারণ।
  • নানা ধরনের ওষুধ যেমনঃ জন্মনিয়ন্ত্রিন পিল, এনটি ডিপ্রেসেন্ট, বিটা ব্লকার, কিছু এনএসএআইডি, ইমিউনো সাপ্রেসিভ এজেন্টস ইত্যাদি সেবন করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চুল পড়ে যেতে পারে।
  • হঠাৎ করে ওজন কমে যাচ্ছে ? চুলও কমে যেতে পারে।
  • হজমের সমস্যায়ও চুল পড়তে দেখা যায়।
  • প্রয়োজন মতো না ঘুমালে কিন্তু মাথায় চুল খুঁজে নাও পেতে পারেন।
  • গর্ভাবস্থায় চুল পড়তে পারে।
  • বড় কোন অপারেশনের পর চুল পড়তে পারে।
  • ভিটামিন ই কম খেলেও চুল কমতে পারে
  • অতি মাত্রায় ভিটামিন ‘এ’ খাবেন না, চুল কিন্তু পড়তে পারে।
  • অতি কর্মব্যস্ততা চুল পড়ার অন্যতম কারণ।
  • গরমে চুল পড়া বেড়ে যায়।
Hair Loss

কিছু ভুল যা আমরা ঠিক বলেই জানিঃ

  • লম্বা সময় টুপি পড়ে থাকলে চুল পড়া বাড়ে।
  • শ্যাম্পু করলে চুল পড়ে।
  • লম্বা চুল চুলের গোড়ায় বাড়তি চাপ প্রয়োগ করে।
  • কালার বা কন্ডিশনিংয়ের কারণে চুল পড়ে।
  • ম্যাসাজিং করে চুল পড়া বন্ধ করা যায়।
এগুলো কোনটাই সঠিক নয়।
Hair Loss

পারলে ঠেকানঃ

হ্যাঁ, অনেক ক্ষেত্রেই চুল পড়া ঠেকানো সম্ভব। তবে সে জন্যে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবেঃ
  • চুলের গোড়ায় যেন পানি না জমে।
  • চুল এর গোড়াঘেমে গেলে তা তাড়াতাড়িশুকিয়ে ফেলুন।
  • আপনার হেয়ার ড্রায়ার টি কুল ও লো সেটিংস এ রাখুন এবং ফ্ল্যাট আয়রন কম ব্যবহার করুন।
  • একদিন বা দুই দিন পর পরমাথায় শ্যাম্পু দিন।
  • আপনার চুলকে তার স্বাভাবিক রঙের চেয়ে এক বা দুই শেড এর বেশী রঙ করবেন না।
  • নিজের পরিষ্কার ও শুকনো গামছা বাতোয়ালে দিয়ে মাথা মুছবেন।
  • এক বা দুই সপ্তাহ পরপরবা কমপক্ষে মাসে একবার নিজের বালিশের কভার ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিন।
  • পরিষ্কার চিড়নী দিয়ে চুল আচড়াবেন, তবে জোরে জোরে নয়।
  • ভেজা চুল বাঁধবেন না, অাঁচড়াবেন না, বেশি টানাটানিও করবেন না।
  • খুব টেনে চুল বাঁধাও ভাল নয়।
  • প্রতিদিন শাক-সবজি, মাছ, ফল, দুধ, ডিম, দই, পনির, ডালইত্যাদি যথেষ্ট পরিমাণে খাবেন, খেয়াল রাখবেন যেন প্রতিদিনের খাবারে জিঙ্ক, ভিটামিন বি, ভিটামিন ডি, ফোলেট, ক্যালসিয়াম ও আয়রন থাকে।
  • দোকানে চুল কাটালে বাসায় এসে শ্যাম্পু করবেন কিন্তু
  • যাদের মাথা শুষ্ক তারা মাথায় কন্ডিশনার ব্যবহার করলে ভালহয়।
  • বৃষ্টিতে মাথা ভেজাবেন না।
  • রাতেপ্রয়োজন মতো ঘুমাবেন।
  • ঐ সব প্রসাধনী থেকে দূরে থাকুন যা আপনার মাথায় অতিরিক্ত তাপ উৎপন্ন করে।

চিকিৎসাআছে কি?

হ্যাঁ, আছে, অবশ্যই আছে, তবে চিকিৎসার আগে কারণটা নির্ণয় করতে হবে। নির্দিষ্ট কারণ শনাক্ত করা গেলে সে অনুযায়ী চিকিৎসা করাতেহবে। মনে রাখতে হবে যে, চুল পড়া প্রতিরোধে চিকিৎসা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। আসুন জেনে নেই চুল পড়ার কি চিকিৎসা –
  • চুল পড়া রোধ করতে এবং পুনরায় চুল গজাতে5% মিনোক্সিডিল (যা ৫% মিন্টপ টপিকাল লোশন বা সল্যুশন নামেবাজারে পাওয়া যায়)খুবই ভাল একটি ওষুধযা ৯০% ক্ষেত্রেই উপকারী। এই ওষুধ দিনে দুবারব্যবহার করতে হয়।
  • ফাংগাসের কারণে চুল পড়লে অ্যান্টিফাংগাল ক্যাপসুল (যেমনঃ ফ্লুকোনাজল) খেতে হবে আর মাথায় অ্যান্টিফাংগাল শ্যাম্পু(যেমনঃ কিটোকোনাজল যা ডানসেল / নিজোরাল / সিলেক্ট প্লাস ইত্যাদি নামে পাওয়া যায়) সপ্তাহে ২ / ৩ বার দিতে হবে।
  • ট্যাবলেট. ফিনেসটেরাইড ৫ মিঃ গ্রাঃ (যা প্রোনর / প্রসফিন ইত্যাদিনামে পাওয়া যায়) প্রতিরাতে একটাখেলে চুল পড়া অনেকাংশে প্রতিরোধ হয়।এটি প্রায় ৮৮% পুরুষের ক্ষেত্রে চুল পড়ার গতি কমাতে এবং প্রায় ৬৬% পুরুষের ক্ষেত্রে পুনরায় চুল গজাতে সাহায্য করে, তবে গর্ভধারণ করার ক্ষমতা বাবয়স আছে এমন মহিলারাএ ওষুধ সেবন করবেন না।
  • থাইরয়েড হরমোনজনিত সমস্যা, লিভারের সমস্যা, ডায়াবেটিস, অটোইমিউন রোগ, আয়রনের অভাবজনিত রক্তস্বল্পতা, মূত্রনালীর প্রদাহ, পলিসিস্‌টিক ওভারিয়ান সিনড্রোম ইত্যাদি রোগের কারণে যদি চুল পড়ে তাহলে রোগের চিকিৎসা করলে চুল পড়া কমে যাবে।
  • দেহের প্রদাহ জনিত কারণে বা অটো ইমিউন রোগে চুল পড়লে স্কাল্পে (মাথার চামড়ায়) করটিকোস্টেরয়েড ইনজেকশন দিতে হবে।
  • চিড়নী, ব্রাশ ও অন্যান্য হাত দিয়ে ধরা যায় এমন ডিভাইস যা আলো নিঃসরণ করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
  • শল্য চিকিৎসার নানা পদ্ধতিঃ
১) হেয়ার ট্রান্সপ্লান্টেসন (চুল প্রতিস্থাপন),যাতে মাথার পেছনের অংশ থেকে চুল নিয়েসামনেরঅংশে বসিয়ে দেয়া হয়।
২)স্কাল্প ফ্ল্যাপ্স, যাতে অপারেশনের মাধ্যমে টাক অংশের চামড়া ফেলে দিয়েচুলযুক্ত অংশ সে জায়গায় জোড়া লাগানো হয়।
৩) স্কাল্প রিডাকশন, যাতেমাথার টাকের অংশের চামড়া কেটে কমিয়ে ফেলা হয়।

আপনার data recover সফট দিয়ে কি pan drive/memory card থেকে data recover করা যাচ্ছে না, তবে নিন Card Recovery সফটি(registration key সহ)!!

আপনাদের জন্য নিয়ে এসেছি Card Recovery নামক  data recover সফটি। নেটে অনেক ধরনের data recover সফট পাওয়া যায়। কিন্তু সেগুলোর বেশিরভাগ দিয়েই pan drive/ memory card এমনকি computer থেকেও ঠিকভাবে data recover করা যায় না। এজন্য আমি আপনাদের জন্য দিচ্ছি Card Recovery নামক  data recover সফটি। যার দারা আপনি pan drive/ memory card/computer থেকে data recover করতে পারবেন। প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটা ডাউনলোড করে নিনঃ
1
তারপর rar ফাইলটা extract করুন। এখন সফটা setup দিন। সফটা রান করে help থেকে enter registration key তে যান। এখন registration key দিয়ে সফটা active করুন।
ধন্যবাদ।

২১ অক্টো, ২০১৪

আপনি কি ড্যান্ড্রয়েড ব্যবহার কারি?? মনে হয় আপনি তহলে এই পোষ্টটিই খুজতেছেন

মোবাইল Operating System হিসাবে Android এর প্রতিদ্বন্দ্বী নেই । তাই আজ Android ফোন Root, Unroot, Flash, Stock Room Install, Frameware Update করা দেখাব আমি । আমার এ সম্পর্কে জানার জ্ঞান খুবই সীমিত, তাই পোস্টে ভুল থাকবেই, আশা করি এটা তেমন একটা আমলে নিবে

Android একটা ফোন (Samsung-GT-s5282) কিনার পর যখন দেখলাম আজেবাজে এই সেই application দিয়ে ফোন ভর্তি, যা ফোনকে স্লো করে রাখে, আর  Always RAM এর ৮০%-৮৫% Use হয়ে পড়ে থাকে, তখনই মূলত ফোনটা ROOT করে ওইসব ও-প্রয়োজনী Application রিমুভ করার জন্যই আমি আমার ফোনটা ROOT করি । ROOT করার পর ও-প্রয়োজনী Application  রিমুভ করায় কি হল জানি না, তবে ভাল একটা ফল পেলাম RAM useing আর ব্যাটারি’র স্থায়িত্ব এর ক্ষেত্রে । ও-প্রয়োজনীয় সেই সব Application যেহেতু ব্যবহার হচ্ছে না, তাই RAM free থাকে, Always Use হয় ৪০%-৫০% ! কিন্তু জানেন, সেই সুখ বেশী টিকল না, কি করলাম? আরও বেশী লাভের আশায় বড় সাইজ দেখে কয়েকটা System FileDelete করে দিলাম :O অতি লোভে তাঁতি নষ্ট, তাই যা হওয়ার তাই হল । ফোনটা সেই যে অফ হল, অন তো হয় না :( :cry:
তার পরের গল্পটা আরও কষ্টের, দয়াল বাবা Google এ মাথা বেঁধে লেগে গেলাম, কিন্তু এই সমস্যার সহজ সমাধান নেই । যা আছে, সেটা হল এই- নতুন করে Stock Room Install দিতে হবে । মানে ফোন ফ্ল্যাশ… :( কিন্তু আমার কাছে তো Frameware নেই :O ভাল মানের Fremeware Download এর সাইট ও পাচ্ছিলাম না, আর দয়াল বাবার সার্চক্রীত রেজাল্ট দেখে দেখে ভাল একটা সাইট এর অনুকরণে Odin নামক একটা সফটওয়্যারের সাহায্যে Stock Room re-Install করে সেই যাত্রায় রক্ষা পেলাম :D কিন্তু যাত্রার অনবদ্য অভিজ্ঞতা নিজের মাথায় ভাল করে পুরে নিলাম । আর সেটাই আজ সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ! জানি না কতটুকু সুন্দরভাবে লিখতে পারব, তার পরও চেষ্টা করলাম… তাতে তো দুষ নাই? কি বলেন? :D

ডিভাইস ROOT করা :
আপনার ফোন কি ভাবে ROOT করবেন, সেটা নিয়ে একবার টেকটিউনে একবার সার্চ দিন । আশা করি এত রেজাল্ট পাবেন, সেখান থেকে ভাল ভাবেই আপনার ফোনটি ROOT করতে পারবেন, কিন্তু এর পরও আমার খুঁজে পাওয়া ROOT করার সিস্টেমটা Share করছি-

প্রথমে Impector নামের software টি Dawnload করে নিন —>> https://cydia.saurik.com/api/latest/2  [Direct Download]

এইবার মন দিয়ে পড়ুন । প্রথমে আপনার ফোনের Driver টা PC তে Install দিন । যদি Driver খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব ভাল Download Link দিতে । Driver Install দেয়ার পর ফোনটি Data Cable এর সাহায্যে PC তে Connect করুন । নিচের ছবির মত উইন্ডো আসবে-

এবার আপনি RAR ফাইল থেকে নিচের ছবির মত Impector নামক Softwere টি Run করুন, এবং “Start” এ ক্লিক করুন ।

সব কিছু টিকটাক থাকলে নিচের ছবির মত উইন্ডোতে কিছু  Installing Command দেখবেন-

সব শেষে আবার প্রথম লেখাটা আসবে, তার মানে আপনার ফোনটি এখন ROOT করা ! :D কি বিশ্বাস হল না?
আপনার ফোনটি Successful ভাবে ROOT হয়েছে কি না, এ জন্য নিচের APK টা install করে Chack করে নিন ।
APK Link—>> http://www13.zippyshare.com/d/83719607/69535/Root%20Checker%20Pro.apk   [Direct Download]

শেষ হয়ে গেল ROOT করার কাজ, এখন চাইলে ভাল মানের একটা Uninstaller দিয়ে ও-প্রয়োজনী Application রিমুভ করে নিতে পারেন । ও ভাল কথা, রিমুভ করার আগে Backup রাখতে ভুলবেন না… তা না হলে আমার মত ভুগতে হবে । Backup রাখা ও Uninstall এর জন্য নিচের লিঙ্ক থেকে APK টা নামিয়ে নিতে পারেন, আমি এটাই Use করি ।
APK Link—>> http://www38.zippyshare.com/d/18701808/17549/Root%20Uninstaller%20Pro%20v.4.0.apk   [Direct Download]

শেষ হল ROOT এর সাতকাহন ! :D

Unroot, Flash, Stock Room Install, Frameware Update করা :
আমার মতে Unroot, Flash,Stock Room Install, Frameware Update সবই এক সুতায় বাঁধা । আপনি টিউনটা পড়ছেন, So আপনি টেকটিউনের Membar না হউন, অন্তত Visitor তো ? So আপনি কেন এর যেকোন একটা কাজের জন্য মোবাইল সার্ভিসিং সেন্টারে যাবেন ??? চেষ্টা করুন, আপনি ও পারবেন । আমি পারব না বলে বসে থাকলে সত্যিই আপনি পারবেন না, আপনাকে চেষ্টা করতে হবে । আর টেকটিউন শিখার জায়গা, এখানে শিখতে আসলে আপনি ফিরত যাবেন, এটা টিটির কেও মানবে না । টিটির সাম্প্রতিক একটা জরিপে দেখেছিলাম দিনের শুরুতে বেশির ভাগ মানুষ ফেসবুক Chack করে, Than টেকটিউন :D আমার মনে হয় যারা টেকটিউন কে মনের মত ভালবাসেন, যারা প্রযুক্তি-কে ভালবাসেন, তারা আগে টিটি Chack না করে শান্তি পান না :D anyway, কাজের কথায় আসি । Unroot, Flash, Stock Room Install, Frameware Update এর যেকোন একটি করতে নিচের ধাপগুলু অনুসরন করুন, আশা করি নিরাশ হয়ে ফিরবেন না :D :)

কি কি প্রয়োজন হবে ?
১- ফোনের Driver,
২- Odin নামক Software
৩- আর আপনার ফোনের Stock Room বা Frameware

প্রথমে Odin Download করে নিন –>> http://www.mediafire.com/download/90plr3qc0kbckl2/Odin307.zip  [Direct Download]

এবার আপনার ফোনের নাম model লিখে দয়াল বাবা Google এ সার্চ দিয়ে Frameware টা নামিয়ে নিন । অথবা আপনার ফোনের নাম মডেল লিখে কমেন্ট করুন, আমি আপনার Device এর Frameware এর লিঙ্ক দেয়ার Try করব ।

কাজ শুরু করে দেই, কি বলেন ? খুব সাবধান, কাজে উল্টাপাল্টা হয়ে বা বিদ্যুৎইক গোলযোগের জন্য যদি আপনার Device টি ব্রিক বা
স্পট ডেড হয়, এ ক্ষেত্রে আমাকে কোন দায়ী করবেন না ।

প্রথমে আপনার ফোনটি অফ করে নিন, Than অন করার সময় Vol Down+Home+Power বাটনে ধরতে হবে, যার ফলে ফোন Downloading Mode এ অন হবে । কিন্তু এটা আমার ফোনের Downloading Mode এ যাওয়ার পদ্ধতি, Brand অন্যটা হলে এটা পরিবর্তনীয়, কিন্তু আপনি যদি আপনার ফোনের Downloading Mode যেতে না পারেন, তাহলে কমেন্ট করুন । আমি বলে দিব ইনশাআল্লাহ্‌ । Anyway, নিচের ছবিতে দেখুন আমার Device এ আমি Downloading Mode এ গেছি-

Odin ওপেন করুন । আর আপনার ফোনটি Data Cable এর সাহায্যে PC তে Connect করুন এবার নিচের ছবির দিকে তাকান-
1.  Auto Reboot এ টিক বসিয়ে ক্লিক করুন ।
2. F.Reset Time এ টিক বসিয়ে ক্লিক করুন ।
3. দেখুন ফোন Add হয়েছে বলে বার্তা দেখাচ্ছে ।

4. এবার PDA তে ক্লিক করুন-

PDA তে ক্লিক করার সাথে সাথে Open নামে একটা উইন্ডো ওপেন হবে ।
5. আপনি আপনার ফোনের জন্য Dawnload করা Fremeware বা Stock Room এর Location এ গিয়ে MD5 ফাইল-টা
সিলেক্ট করুন ।
6. এবং Open এ ক্লিক করুন ।

এবার লক্ষ করুন, PDA তে MD5 ফাইলটা লোড দেয়ার পর কিছু সময় লাগবে, এমনকি Program “Not Responding” ও
Show করতে পারে । কিন্তু Program ক্লোজ করবেন না, ২-৩ মিনিট Wait করুন, একটু পরে সব টিকটাক হয়ে যাবে ।

7. এবার “Start” এ ক্লিক করুন ।

দেখুন আবার লোডিং শুরু হয়েছে-

আর অন্য দিকে ফোনে ও Downloading হচ্ছে, মানে Load হচ্ছে-

কিছু সময় পর নিচের ছবির মত বার্তা Show করে “Reset” লেখা উঠবে-

পরে ফোনে এ রকম একটা লোডিং হয়ে ফোনটি Restart হবে ।

অপেক্ষা করুন, সবশেষে কত সময় লাগল তার হিসাব সমেত “Pass” লেখা উঠবে-

আপনার কাজটি যদি ফ্রেমওয়ার Update হয়, তাহলে আপনার কাজ শেষ । দেখুন আপনার Download ক্রিত Fremeware Install
হয়ে নতুন কিছু পরিবর্তন হয়েছে । আর যদি Unroot বা  Flash করার উদ্দেশে কাজটি করে থাকেন, তাহলে আপনাকে আরও ছোট্ট একটা
কাজ করতে হবে । সেটা হল ফোনটা আবার অফ করুন, আগে Downloading Mode যাওয়ার জন্য Vol Down+Home+Power
বাটন ধরেছিলেন না? এবার আপনাকে Vol UP+Home+Power একত্রে ধরতে হবে । একটু wait করুন, দেখবেন PC’র BOIS মেনুর
মত একটা মেনু এসেছে । আপনি ভলিউম কী’র সাহায্যে “Wipe data/factory reset” এ যান-

এখন Home কী-তে prass করুন, দেখবেন ৫ বার “No” than একবার “Yes — Delete all user data” লেখা আরও
একটা পেজ আসবে, আপনি “Yes — Delete all user data” এ প্রেস করুন Home বাটনের সাহায্যে ।

এখন  “Reboot System Now” এ প্রেস করে ফোনটি রিস্টার্ট করে নিন :D কাজ শেষ বস…
মার্কেট থেকে কিনার পর প্রথম অন করার সময় যে সমস্ত কাজ করেছিলেন, মানে Language সেট, Google ID Login Or
Create, Samsung ID Log-In Or Create Etc Etc… এগুলো সম্পন্ন করে ধীর হয়ে বসে পড়ুন


পোষ্ট টি টেকটিউন্স থেকে সংগৃহিত লিংটা মনে নাই তাই দিবার পারলামনা আসা করি সকলের কাজে আসবে