৩১ ডিসে, ২০১৪

আপনার এলাকায় থ্রিজি নাই… নু-চিন্তা … এই পোস্টটি আপনার জন্য … Exclusive

নিচের চিত্রের মত করে সরঞ্জাম গুলি সংগ্রহ করুন…
. প্লেয়ারস
. এলুমিনিয়াম এর পাতিলের ঢাকনা (বাজারে এটি ৫০ টাকা নেবে)
. এলুমিনিয়ামের ফুয়েল পেপার (এটি যেকোনো বড় মুদি দোকানে পাবেন ,আমি কিনেছিলাম ঢাকার গুলিস্তানের কাপ্তান বাজার থেকে)
. এলুমিনিয়াম এর একটি লম্বা এন্টেনা ( এটি পুরোনো রেডিওতে পাবেন অথবা ভাঙ্গারি দোকানে ১০-১৫ টাকায় কিনে নিতে পারেন)
. স্ক্রু ডাইভার
. মডেম
. ১০ মি. USB কেবল
. বাধার জন্য কিছু সুতা ও রাবার
প্রথমে এলুমিনিয়াম এর ঢাকনাটিকে ফুয়েল পেপারের উলটা পাশ দিয়ে চিত্রের মত করে মুরিয়ে নেন…
এবার রেডিওয়ের এন্টেনা টির সাথে মডেমটি টাকা বান্ডেল করার রাবার দিয়ে একসাথে জড়ো করেন…
এলুমিনিয়াম এর ঢাকনার ঠিক মাঝ খানে মডেমের লাইনটি বাহিরে বের করার জন্য পরিমান মত ছিদ্র করেন…
মডেমটিকে ধরে রাখার জন্য ঢাকনাটির একপাশ থেকে অন্য পাশ পর্যন্ত একটি কাঠি দিয়ে বাধ দেন…
চিত্রের মত মডেম টি বসিয়ে অন্য পাশ দিয়ে USB কেবলের সংযোগ দেন…
……………
যতটুকু সম্ভব উপরে একটি বাশের সাথে বেধে সেট করেন…
ব্যাস হয়ে গেলে আপনার ৩জি এন্টেনা… আমি এভাবে ২৫ কি.মি. দূর থেকে ৩জি নেটওয়ার্ক পাই…

২৪ ডিসে, ২০১৪

DU meter 6 20 cracked fully registered 100% working With Video Tutorial

কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো, আমিও আপনাদের দোয়ায়  এবং আল্লাহর অশেষ রহমতে “আলহামদুল্লিল্লাহ্” ভালো আছি, অনেক দিন ধরে আপনাদের সাথে কিছু শেয়ার করা হয় না, তাই বলে যে আপনাদের জন্য কিছুই করি না এমনটি নয়, অনেক ভিডিও টিউটোরিয়াল করতেছি আপনাদের জন্য, কিন্তু সময় করে টউন লেখা হয় না অলসতার কারনে, যদি আপনারা সেই ভিডিও টিউটোরিয়াল দেখতে চান তাহলে এই লিংকে যেতে পারেন www.youtube.com/codingbank আর আজকে আপনাদের সাথে শেয়ার করবে সব থেকে জনপ্রিয় ইন্টারনেট স্পিড পরিমাপ করার সফটওয়ার DU Meter এবং সাথে থাকলে ক্র্যাক ফাইল, আরো আপনাদের সুবিধার্থে থাকলে ভিডিও টিউটোরিয়াল কিভাবে ক্র্যাক করতে হয়, তা এই টিউটোরিয়াল দেখে দেখে করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এখনই ডাউনলোড করুন
এবং কিভাবে ক্র্যাক করবেন তা দেখতে নিচের টিউটোরিয়ালটি দেখুন।

অ্যান্ড্রয়েড এ বিরক্তিকর অনলাইন এড বন্ধ করুন

Mobogeine!! ইন্টারনেটে ব্রাউজিং এর সময়  Adblock-Plus
একটা লিংকে ক্লিক
করলে মাঝে মাঝে অন্য ট্যাব
খুলে, এটা মুলত হয় অ্যাডের
কারণে। তার মধ্যে এই মোবোজিইনি যে কতবার ডাঊনলোড করেছেন,আপনি মনে হয় নিজেও জানেন না! শুধু মোবোজিইনিই না,এই অ্যাডগুলো খুবই বিরক্তিকর
জিনিস। যারা পিসি ইউজার
তারা এই সফটটির কথা অনেকেই
জানেন। এই ধরনের অনলাইন অ্যাড
বন্ধ করতে এর জুড়ি নেই। এবার
এন্ড্রয়েডের জন্যও
চলে আসছে অ্যাডব্লকার।
নিয়ে নিন এর পেইড ভার্শন। এখন আর
অনলাইনে থাকা অ্যাড
গুলি বিরক্ত করবে না আপনাকে।
সে কারণে অনেক মেগাবাইট ও
সাশ্রয় হবে আপনাদের।
বিঃ দ্রঃ ভালো ফল
পেতে হলে আপনার ডিভাইসটি রুট
করা এবং কমপক্ষে জেলীবিন
হতে হবে।

ডাউনলোড করুন লেটেষ্ট Internet Download Manager (IDM) 6.21 Build 17 + Crack

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, আজ আপনাদের সাথে শেয়ার করবো সব চেয়ে জনপ্রিয় Internet Download Manager (IDM) এর লেটেষ্ট ভার্সন, তাও আবার ফুল ভার্সন মানে ক্র্যাক সহ। তাহলে আর কথা না বাড়িয়ে এখনই ডাউনলোড করুন
crack করার নিয়ম।
1. install this file “idman621build17″
2. exit idm
3. copy crack
4. Past this location “C:\Program Files\Internet Download Manager” then click replace
5. double click “Key” file>ok>OK etc…..
6. search IDM and open this file.
Thank you

যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওটি দেখুন

আমাদের সকল ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।

Trial version software সময় ধরে রাখুন Time Stopper এর মাধ্যমে।

Time Stopper software এর মাধ্যমে আপনি অনেক trial version software এর সময়কে আটকে দিতে পারেন। যেমন আপনার Photoshop এর licence expire হয়ে গেসে। এখন আপনি চাইলেই এর সময় কে স্থির রাখতে পারেন।
কাজের ধারাঃ
১।software ওপেন করুন এবং browse বাটনে ক্লিক করুন।
২যে program এর time ধরে রাখতে চান তার exe file select করুন।
৩। choos the new date থেকে date select করুন। যেমন ফটোশপ এর ক্ষত্রে 2014 সাল দিন।
৪। যেকোনো একটি নাম দিন।
৫। create desktop short-cut এ ক্লিক করুন।
ব্যাস এবার নিসচিন্তে program চালান।

খুব সহজেই ফিরিয়ে আনুন আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট!

অনেক সময় আমাদের অতি প্রিয় ফেসবুক আইডিটি অনাকাঙ্খিত ভাবেই হ্যাক হয়ে যায়। যার ফলে আমরা নানা রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকি এবং অতি সাধের আইডিটি ফিরে পাবার জন্য অনেক চেষ্টা করে থাকি। কিন্তু অধিকাংশ সময়েই আমরা সফল হইনা আর সেই আইডিটি ও ফিরে পাইনা। তাই আজ আমি আপনাদের সাথে জানাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবেন। হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবার অনেক পদ্ধুতি থাকলেও আমার মতে এই পদ্ধুতিটিই খুব সহজ এবং অনেক বেশী কার্যকর।
নিচের পদ্ধুতি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পারবেন।
১. প্রথমে এখানে ক্লিক করুন লিখে Enter চাপুন ।
২. এবার My Accounts Compromised এ ক্লিক করুন ।
৩. এখন Identify Your Account অংশ হতে আপনার ফেসবুক আইডিটি সিলেক্ট করুন, অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে খোঁজ করুন ।
৪. Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন ।
৫. This is My Account এ ক্লিককরুন ।
এখানেই কাজ শেষ। আশা করি আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডিটি ফিরে পাবেন।