আপনার অ্যান্ড্রয়েড থেকে iPhone এ আবার iPhone থেকে অ্যান্ড্রয়েড এ ফাইল ট্রান্সফার করুন খুব সহজে। [ফুল গাইড-Xender]
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।নাম : Xender
প্ল্যাটফর্ম : অ্যান্ড্রয়েড/ iOs
রেটিং : ৪.৩
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি ভাবে অ্যান্ড্রয়েড থেকে iPhone এ আবার iPhone থেকে অ্যান্ড্রয়েড এ ফাইল ট্রান্সফার করবেন। এর জন্য আমরা অ্যান্ড্রয়েড এবং iPhone এ Xender এপ ব্যবহার করব। তাই নিচ থেকে Xender এপ টি ডাউনলোড করে নিন। দুই ডিভাইস এ মাস্ট Xender ইনস্টল থাকতে হবে।
কিভাবে ব্যবহার করবেন ?
ভিডিও দেখুন
–ডাউনলোড এন্ড ইনস্টল Xender আপনার অ্যান্ড্রয়েড এবং iPhone
–আপনার অ্যান্ড্রয়েড এ Xender ওপেন করুন & “Connect Phone” এ ক্লিক করুন এখন “Create Group” এ ক্লিক করুন এটি আপনার অ্যান্ড্রয়েড কে WiFi Hotspot তৈরী করবে।
–আপনার iphone এর WiFi ওপেন করুন তাহলে আপনার অ্যান্ড্রয়েড দিয়া তৈরী WiFi পাবেন,WiFi নাম এইরকম থাকে “ADYYQW5kcm9pZA” জাস্ট কানেক্ট করুন।
–এখন আপনার iPhone থেকে Xender ওপেন করে “Connect Friends” এ ক্লিক করুন।
–এখন আপনি সহজে ফাইল আদান প্রদান করতে পারবেন।
–example:-আপনি যদি music সেন্ট করতে চান তবে music ট্যাব ওপেন করে music এ ক্লিক করে সেন্ট option পাবেন।
–same ভাবে আপনি অ্যান্ড্রয়েড থেকে ফাইল সেন্ট করতে পারবেন আপনার iPhone এ।
–ভিডিও দেখুন তাহলে আরো ক্লিয়ার হবে।
Xender apk ডাউনলোড এখানে অল্টারনেটিভ লিংক
Download Xender iOS [istore link]
বিঃদ্রঃ ডাউনলোড সাইটে ডাউনলোড এর জন্য ক্লিক করুন ” Create download link”অল্টারনেটিভ লিঙ্কে “Use our download manager” থেকে টিক চিহ্ন unchecked (আনচেক) করে ডাউনলোড বাটনে ক্লিক করুন যদি ঐটা শো করে। অথবা আপনি ডাউনলোড ম্যানেজার use করে ও ডাউনলোড করতে পারবেন।