১৯ অক্টো, ২০১৫

আপনার অ্যান্ড্রয়েড থেকে iPhone এ আবার iPhone থেকে অ্যান্ড্রয়েড এ ফাইল ট্রান্সফার করুন খুব সহজে। [ফুল গাইড-Xender]

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।
নাম : Xender
প্ল্যাটফর্ম : অ্যান্ড্রয়েড/ iOs
রেটিং : ৪.৩
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি ভাবে অ্যান্ড্রয়েড থেকে iPhone এ আবার iPhone থেকে অ্যান্ড্রয়েড এ ফাইল ট্রান্সফার করবেন। এর জন্য আমরা অ্যান্ড্রয়েড এবং iPhone এ Xender এপ ব্যবহার করব। তাই নিচ থেকে Xender এপ টি ডাউনলোড করে নিন। দুই ডিভাইস এ মাস্ট Xender ইনস্টল থাকতে হবে।
কিভাবে ব্যবহার করবেন ?
ভিডিও দেখুন

ডাউনলোড এন্ড ইনস্টল Xender আপনার অ্যান্ড্রয়েড এবং iPhone
আপনার অ্যান্ড্রয়েড এ Xender ওপেন করুন & “Connect Phone” এ ক্লিক করুন এখন “Create Group” এ ক্লিক করুন এটি আপনার অ্যান্ড্রয়েড কে WiFi Hotspot তৈরী করবে।

আপনার iphone এর WiFi ওপেন করুন তাহলে আপনার অ্যান্ড্রয়েড দিয়া তৈরী WiFi পাবেন,WiFi নাম এইরকম থাকে “ADYYQW5kcm9pZA” জাস্ট কানেক্ট করুন।

এখন আপনার iPhone থেকে Xender ওপেন করে “Connect Friends” এ ক্লিক করুন।

এখন আপনি সহজে ফাইল আদান প্রদান করতে পারবেন।
example:-আপনি যদি music সেন্ট করতে চান তবে music ট্যাব ওপেন করে music এ ক্লিক করে সেন্ট option পাবেন।

same ভাবে আপনি অ্যান্ড্রয়েড থেকে ফাইল সেন্ট করতে পারবেন আপনার iPhone এ।
ভিডিও দেখুন তাহলে আরো ক্লিয়ার হবে।

Xender apk ডাউনলোড এখানে                     অল্টারনেটিভ লিংক 

Download Xender iOS [istore link]

বিঃদ্রঃ ডাউনলোড সাইটে ডাউনলোড এর জন্য ক্লিক করুন ” Create download link”
অল্টারনেটিভ লিঙ্কে “Use our download manager” থেকে টিক চিহ্ন unchecked (আনচেক) করে ডাউনলোড বাটনে ক্লিক করুন যদি ঐটা শো করে। অথবা আপনি ডাউনলোড ম্যানেজার use করে ও ডাউনলোড করতে পারবেন।  😎

 

ডাউনলোড করে নিন INTERNET SPEED METER PREMIUM (WORKING) রুট আনরুট সবার জন্য সাথে অসাম সব বৈশিষ্ট্য।

 

আপনাদের আজ জনপ্রিয় সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব। যদিও আপনারা সবাই এর সফটওয়্যার এর সাথে দীর্ঘদিন ধরে পরিচিত।
সফটওয়্যারটির নাম – INTERNET SPEED METER PREMIUM
আমি শিকার করছি এই নিয়ে বহুত টিউনার ভাইয়া অসংখ্য টিউনও করেছেন। তবে আমি নিজেই হয়রানির শিকার হয়েছি। LUCKY PETCHER দিয়ে petch করে আগে চালাইতাম। এখন সব পথ বন্ধ। তাদের সার্ভার আপগ্রেড এর কারণে অনেকেই আমরা LITE ভারশন টি ব্যবহার করি যা অতি বিরক্তিকর এবং কোন রকম কাস্টমাইজেশন ছাড়া। সারাক্ষণ উঠেই থাকে স্পিড মেটারের ওই জিরো।
আজ তাই অনেক খুঁজে সমাধান নিয়ে হাজির হলাম। রুটেড, আনরুটেড সকল এন্ড্রয়েড ভার্শন এ চলবে কোন রকম প্যাচ এর ঝামেলা ছাড়া। তবে হ্যাঁ অবশ্যই এই এপ্স লাইসেন্স চেক করার জন্য আপনাকে একটি জিমেইল আইডি দিয়ে প্লে স্টোরে লগিন ইনেবল করা থাকতে হবে।

DOWNLOAD করুন সফটওয়্যার

টি ওপেন করুন “চেকিং লাইসেন্স ” লেখাটি প্রদর্শিত হবে। তারপর আপনার সফটওয়্যার টি ইচ্ছেনুযায়ী কাষ্টমাইজ করে ব্যবহার করার জন্য প্রস্তুত। কোন মোডেড গুগল প্লে বা কোন ঝামেলা ছাড়াই চালান।



যদি কোন প্রব্লেম হয় টিউনমেন্ট করবেন।

যান্ড্রয়েড ডিভাইসের ফ্রি অ্যাপলিকেশন এর বিরক্তিকর সব বিজ্ঞাপন বন্ধ করে দিন

অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বিরক্তিকর অ্যাপ সরিয়ে দিতে হলে আপনার ডিভাইসটি অবশ্যই রুট করা হতে হবে। ফলে যাদের ডিভাইস রুট করা না তারা এই অ্যাপ ব্যবহার করতে বা ডাউনলোড করতে পারবেন না। এবার যাদের ডিভাইস রুট করা আছে তারা অ্যাডএওয়ে নামের এই অ্যাপটি ফ্রি ডাউনলোড করে নিন এখান থেকে। এছাড়াও সবার শেষে আমরা অ্যাডএওয়ে এর আরো কিছু ভার্সন ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো। অ্যাডএওয়ে ডাউনলোড হয়ে গেলে, ডাউনলোড করা ফাইলটি এস ফাইল ম্যানেজার দিয়ে খুলুন এবং ইন্সটল করে নিন। ইন্সটল হয়ে গেলে নীচের ছবির মত ওপেন বুতাম আসবে।
ওপেনে ক্লিক করুন এবং ক্লিক করলেই আপনার সুপার ইউজারে অ্যাডএওয়ে গ্রেন্ট করে নিন। গ্রেন্ট হয়ে গেলেই নীচের ছবির মত আপনার মোবাইলে অপশন দেখাবে। এখান থেকে ডাউনলোড ফাইল এবং অ্যাপ্লাই অ্যাড ব্লকিং এ ক্লিক করুন।
অপেক্ষা করুন, কিছুক্ষণ পরেই ম্যাসেজ আসবে অ্যাডএওয়ে আপনার ডিভাইসে ইন্সটল হয়ে গেছে এবং অ্যাড ব্লকিং শুরু হয়ে গেছে!
আপনার কাজ শেষ, এখন থেকে আপনি আপনার কোনো ফ্রি অ্যাপ এই বিরক্তিকর অ্যাড দেখবেন না। তবে আপনি যদি চান আবার অ্যাড চালু করতে পারবেন। এর জন্য অ্যাপটির আইকনে ক্লিক করে ডিজেবল অ্যাড ব্লকিং এ ক্লিক করুন এবং অ্যাড ব্লক ডিজেবল হয়ে যাবে।

 

অ্যান্ড্রয়েড মোবাইল এর গুরুত্বপূর্ণ গোপন কোড

অ্যান্ড্রয়েড মোবাইল এর গুরুত্বপূর্ণ গোপন কোড

অ্যান্ড্রয়েড মোবাইল এর গুরুত্বপূর্ণ গোপন কোড<br />
আপনার প্রিয় স্মার্টফোনটির বিস্তারিত তথ্য জানতে কিছু গোপন কোড জানাটা নিশ্চয়ই খুব কাজে লাগবে।যেমন ধরুন আপনার ফোনটি হারিয়ে বা চুরি হলে তা খুঁজতে পুলিশ কে কিন্তু এই IMEI নম্বর দিতে হবে।তবেই তো পুলিশ আপনার  ফোনটি উদ্ধার করতে পারবে।
codesজেনে নিন অ্যান্ড্রয়েড ফোনের তেমন কিছু গোপন কোড :
  • *#06# – IMEI নম্বর
  • *2767*3855#– ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব তথ্য মুছে যাবে)
  • *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য
  • *#*#273282*255*663282*#*#* – সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে
  • *#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড
  • *#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন
  • *#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন
  • *#*#232339#*#* – WirelessLAN টেস্ট কোড
  • *#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড
  • *#12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন
  • *#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট কোড
  • *#9900# – সিস্টেম ডাম্প মোড
  • *#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন
  • *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন
  • *#872564# – ইউএসবি লগইন কন্ট্রোল
  • *#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু
  • *#7465625#– ফোন লক স্ট্যাটাস
  • *#*#7780#*#* – ফ্যাক্টরি রিস্টোর সেটিং, গুগলঅ্যাকাউন্টসহ সব সিস্টেম ডাটা মুছে যাবে
  • *2767*3855#– ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসহ সব ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে
  • *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফরমেশন
  • *#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রিন, সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে
  • *#*#197328640#*#* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য
  • *#*#7594#*#* – এই কোড এন্ড কল/ পাওয়ার বাটনকে সরাসরি পাওয়ার অফ বাটনে পরিণত করবে
  • *#*#8255#*#* – G Talk সার্ভিস মনিটর কোড
  • *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন, ক্যামেরা ফার্মওয়্যার, আপডেট অপশনটি ব্যবহার করবেন না- এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে
android-hidden-codes
W-LAN, GPS and BluetoothTest Codes:

  • *#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#* – W-LAN টেস্ট কোড, টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন
  • *#*#232338#*#* – ওয়াই-ফাই ম্যাক অ্যাড্রেস
  • *#*#1472365#*#*- জিপিএস টেস্ট
  • *#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড
  • *#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড
  • *#*#232337#*# – Bluetooth ডিভাইসই নফরমেশন
  • *#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট
  • *#*#0*#*#* – এলসিডি টেস্ট
  • *#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট
  • *#*#2663#*#* – টাচস্ক্রিন ভার্সন
  • *#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক
  • *#*#0673#*#* OR *#*#0289#*#* – মেলোডি টেস্ট
  • *#*#3264#*#* – র‌্যাম ভার্সন টেস্ট

সহজে দাগ তোলার ৮ যাদু

(প্রিয়.কম) দাগ পড়ে কত প্রিয় জিনিসই তো নষ্ট হয়ে যায় আমাদের। হয়তো পছন্দের জামাটা আর পরাই হয়না, হয়তো প্রিয় আয়নাটাই হয়ে যায় ব্যবহার অযোগ্য। অনেক সময় আবার কিছু কাটাকাটি করতে গিয়ে হাতে দাগ বসে যায়, বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তখন। কি ভালো হতো, যদি এসব বিচ্ছিরি দাগ দূর হয়ে যেত নিমিষে! আজকে আপনাদের এমন ৮ উপায় জানাবো যাতে সহজে দাগ উঠিয়ে ফেলতে পারেন।
লোহার জিনিসে মরিচার দাগ
লোহার জিনিসে অনেক সময়ই মরিচার দাগ পড়ে। এক্ষেত্রে একটা সুতি কাপড়ে টুথপেষ্ট নিয়ে সেই স্থানে ভালো করে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে। বেকিং সোডাও চাইলে ব্যবহার করতে পারেন।
আয়নায় পড়া ঘোলাটে দাগ
অনেক সময় বেসিনের আয়নায় পানির ছিটা লেগে ঘোলাটে দাগ পড়ে যায়। পুরনো নাইলনের মোজা দিয়ে মুছে ফেলুন। দাগ উঠে যাবে। পুরোনো পেপারে একটু লেবুর রস ঢেলে সেটা দিয়েও ঘষতে পারেন।
কাপড়ে তরকারীর ঝোল
অনেক সময় কাপড়ে তরকারির ঝোল পড়ে। যার কারণে হয়তো বাতিল হয়ে যায় সেই কাপড়টি। এ দাগ থেকে মুক্তি পেতে দাগ পড়া অংশে লেবুর রস লাগিয়ে শুকিয়ে ফেলুন। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন দাগ বিলীন।
জানালার কাঁচে ধুলো জমা দাগ
জানালার কাঁচে অনেক সময় ধুলো জমে দাগ পড়ে যায়। পরিষ্কার করার জন্য পানির মধ্যে কয়েক ফোঁটা অ্যামোনিয়া মিশিয়ে ব্যবহার করুন। আর দাগ থাকবেনা। মনে রাখবেন, বেশি রোদের তাপ যেদিন থাকবে সেদিন জানালা পরিষ্কার করা থেকে বিরত থাকবেন।
বাথরুমের মেঝেতে দাগ
বাথরুমের মেঝেতে পানি পড়ে পিচ্ছিল হয়ে যায়, দাগ পরে পানির। খুব সহজেই এটা কিন্তু দূর করতে পারবেন। কীভাবে? কফি খাওয়ার পর মগে যে বাকি অংশ তা দিয়ে মেঝে ঘষে পরিষ্কার করে ফেলুন, দাগ আর থাকবে না।
তরকারি কাটায় হাতের দাগ
পেঁয়াজ বা তরকারি কাটলে হাতের আঙুল কালো হয়ে যায়। বিচ্ছিরি এই দাগ দূর করা কিন্তু খুব সোজা। তরকারি কাটার পর হাতে এক টুকরো লেবু ঘষে নিন। তারপর হাত ধুয়ে ফেলুন, দাগ চলে যাবে।
বেসিনের হলুদ দাগ
বেসিনে সারাক্ষণ পানি পড়ে হলুদ দাগ হয়ে যায়। কী করবেন ভাবছেন? একটু ভিনেগার বা অর্ধেক লেবু ঘষুন, দাগ উঠে যাবে। বেসিনে লালচে দাগ পড়লে তারপর আর নুনের মিশ্রণ তৈরি করে ঐ অংশে ঘষুন। দাগ হাওয়া হয়ে যাবে।
জানালার কাঁচে পড়া দাগ
জানালার কাঁচে দাগ পড়লে হালকা গরম পানির সাথে কয়েক ফোটা লিকুইড সাবান মিশিয়ে নিন। এক্ষেত্রে সবসময় উপরের দিক থেকে মোছা শুরু করবেন এবং নীচের দিকে এসে শেষ করবেন। তাহলে জানালায় আর হাতের দাগ লাগবে না।
- See more at: http://www.priyo.com/2015/05/26/149625-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9F-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81#sthash.6pdWG7e6.dpuf

সহজে দাগ তোলার ৮ যাদু

(প্রিয়.কম) দাগ পড়ে কত প্রিয় জিনিসই তো নষ্ট হয়ে যায় আমাদের। হয়তো পছন্দের জামাটা আর পরাই হয়না, হয়তো প্রিয় আয়নাটাই হয়ে যায় ব্যবহার অযোগ্য। অনেক সময় আবার কিছু কাটাকাটি করতে গিয়ে হাতে দাগ বসে যায়, বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তখন। কি ভালো হতো, যদি এসব বিচ্ছিরি দাগ দূর হয়ে যেত নিমিষে! আজকে আপনাদের এমন ৮ উপায় জানাবো যাতে সহজে দাগ উঠিয়ে ফেলতে পারেন।
লোহার জিনিসে মরিচার দাগ
লোহার জিনিসে অনেক সময়ই মরিচার দাগ পড়ে। এক্ষেত্রে একটা সুতি কাপড়ে টুথপেষ্ট নিয়ে সেই স্থানে ভালো করে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে। বেকিং সোডাও চাইলে ব্যবহার করতে পারেন।
আয়নায় পড়া ঘোলাটে দাগ
অনেক সময় বেসিনের আয়নায় পানির ছিটা লেগে ঘোলাটে দাগ পড়ে যায়। পুরনো নাইলনের মোজা দিয়ে মুছে ফেলুন। দাগ উঠে যাবে। পুরোনো পেপারে একটু লেবুর রস ঢেলে সেটা দিয়েও ঘষতে পারেন।
কাপড়ে তরকারীর ঝোল
অনেক সময় কাপড়ে তরকারির ঝোল পড়ে। যার কারণে হয়তো বাতিল হয়ে যায় সেই কাপড়টি। এ দাগ থেকে মুক্তি পেতে দাগ পড়া অংশে লেবুর রস লাগিয়ে শুকিয়ে ফেলুন। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন দাগ বিলীন।
জানালার কাঁচে ধুলো জমা দাগ
জানালার কাঁচে অনেক সময় ধুলো জমে দাগ পড়ে যায়। পরিষ্কার করার জন্য পানির মধ্যে কয়েক ফোঁটা অ্যামোনিয়া মিশিয়ে ব্যবহার করুন। আর দাগ থাকবেনা। মনে রাখবেন, বেশি রোদের তাপ যেদিন থাকবে সেদিন জানালা পরিষ্কার করা থেকে বিরত থাকবেন।
বাথরুমের মেঝেতে দাগ
বাথরুমের মেঝেতে পানি পড়ে পিচ্ছিল হয়ে যায়, দাগ পরে পানির। খুব সহজেই এটা কিন্তু দূর করতে পারবেন। কীভাবে? কফি খাওয়ার পর মগে যে বাকি অংশ তা দিয়ে মেঝে ঘষে পরিষ্কার করে ফেলুন, দাগ আর থাকবে না।
তরকারি কাটায় হাতের দাগ
পেঁয়াজ বা তরকারি কাটলে হাতের আঙুল কালো হয়ে যায়। বিচ্ছিরি এই দাগ দূর করা কিন্তু খুব সোজা। তরকারি কাটার পর হাতে এক টুকরো লেবু ঘষে নিন। তারপর হাত ধুয়ে ফেলুন, দাগ চলে যাবে।
বেসিনের হলুদ দাগ
বেসিনে সারাক্ষণ পানি পড়ে হলুদ দাগ হয়ে যায়। কী করবেন ভাবছেন? একটু ভিনেগার বা অর্ধেক লেবু ঘষুন, দাগ উঠে যাবে। বেসিনে লালচে দাগ পড়লে তারপর আর নুনের মিশ্রণ তৈরি করে ঐ অংশে ঘষুন। দাগ হাওয়া হয়ে যাবে।
জানালার কাঁচে পড়া দাগ
জানালার কাঁচে দাগ পড়লে হালকা গরম পানির সাথে কয়েক ফোটা লিকুইড সাবান মিশিয়ে নিন। এক্ষেত্রে সবসময় উপরের দিক থেকে মোছা শুরু করবেন এবং নীচের দিকে এসে শেষ করবেন। তাহলে জানালায় আর হাতের দাগ লাগবে না।
- See more at: http://www.priyo.com/2015/05/26/149625-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9F-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81#sthash.6pdWG7e6.dpuf

অ্যান্ড্রয়েড মোবাইল এর গুরুত্বপূর্ণ গোপন কোড

অ্যান্ড্রয়েড মোবাইল এর গুরুত্বপূর্ণ গোপন কোড

অ্যান্ড্রয়েড মোবাইল এর গুরুত্বপূর্ণ গোপন কোড<br />
আপনার প্রিয় স্মার্টফোনটির বিস্তারিত তথ্য জানতে কিছু গোপন কোড জানাটা নিশ্চয়ই খুব কাজে লাগবে।যেমন ধরুন আপনার ফোনটি হারিয়ে বা চুরি হলে তা খুঁজতে পুলিশ কে কিন্তু এই IMEI নম্বর দিতে হবে।তবেই তো পুলিশ আপনার  ফোনটি উদ্ধার করতে পারবে।
codesজেনে নিন অ্যান্ড্রয়েড ফোনের তেমন কিছু গোপন কোড :
  • *#06# – IMEI নম্বর
  • *2767*3855#– ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব তথ্য মুছে যাবে)
  • *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য
  • *#*#273282*255*663282*#*#* – সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে
  • *#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড
  • *#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন
  • *#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন
  • *#*#232339#*#* – WirelessLAN টেস্ট কোড
  • *#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড
  • *#12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন
  • *#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট কোড
  • *#9900# – সিস্টেম ডাম্প মোড
  • *#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন
  • *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন
  • *#872564# – ইউএসবি লগইন কন্ট্রোল
  • *#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু
  • *#7465625#– ফোন লক স্ট্যাটাস
  • *#*#7780#*#* – ফ্যাক্টরি রিস্টোর সেটিং, গুগলঅ্যাকাউন্টসহ সব সিস্টেম ডাটা মুছে যাবে
  • *2767*3855#– ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসহ সব ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে
  • *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফরমেশন
  • *#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রিন, সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে
  • *#*#197328640#*#* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য
  • *#*#7594#*#* – এই কোড এন্ড কল/ পাওয়ার বাটনকে সরাসরি পাওয়ার অফ বাটনে পরিণত করবে
  • *#*#8255#*#* – G Talk সার্ভিস মনিটর কোড
  • *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন, ক্যামেরা ফার্মওয়্যার, আপডেট অপশনটি ব্যবহার করবেন না- এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে
android-hidden-codes
W-LAN, GPS and BluetoothTest Codes:

  • *#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#* – W-LAN টেস্ট কোড, টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন
  • *#*#232338#*#* – ওয়াই-ফাই ম্যাক অ্যাড্রেস
  • *#*#1472365#*#*- জিপিএস টেস্ট
  • *#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড
  • *#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড
  • *#*#232337#*# – Bluetooth ডিভাইসই নফরমেশন
  • *#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট
  • *#*#0*#*#* – এলসিডি টেস্ট
  • *#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট
  • *#*#2663#*#* – টাচস্ক্রিন ভার্সন
  • *#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক
  • *#*#0673#*#* OR *#*#0289#*#* – মেলোডি টেস্ট
  • *#*#3264#*#* – র‌্যাম ভার্সন টেস্ট