অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিয়েনিন Voice Changer সফটওয়্যার
বন্ধুরা কেমন আছেন সবাই। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য এই পোষ্ট । বন্ধুরা আপনি হয়তবা অনেক দিন ধরে Voice Changer সফটওয়্যারটি খুঁজছেন তাই আপনার জন্য আজকের এই পোষ্ট । সফটওয়্যারটির নাম হচ্ছে Best Voice Changer Software ।আপনি এই সফটওয়্যারটি দিয়ে অনেক রকম ভয়েজ চেঞ্জ করে কথা বলতে পারবেন এবং ভয়েজ রেকর্ড করতে পারবেন। নিচে এর বিবরণ উল্লেখ করা হল এবং ডা্উনলোড লিংক দেওয়া হল-
* আপনি রোবট, শিশু, পুরুষ, মহিলা ইত্যাদি ভয়েজ চেঞ্চ করতে পরবেন।
* CHORUS, ECHO এফেক্টস যু্ক্ত করতে পারবেন।
* আপনি ভয়েজের গতি পরিবর্তন করতে পারবেন।
* সঙ্গে সঙ্গে পরিবর্তিত ভয়েজ শুনতে পারবেন ।
* আপনি এটি ওয়েব ফাইল মুডে রেকর্ড করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন