২০ ফেব, ২০১৪

অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিয়েনিন Voice Changer সফটওয়্যার

বন্ধুরা কেমন আছেন সবাই। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য এই পোষ্ট । বন্ধুরা আপনি হয়তবা অনেক দিন ধরে Voice Changer সফটওয়্যারটি খুঁজছেন তাই আপনার জন্য আজকের এই পোষ্ট । সফটওয়্যারটির নাম হচ্ছে Best Voice Changer Software ।
আপনি এই সফটওয়্যারটি দিয়ে অনেক রকম ভয়েজ চেঞ্জ করে কথা বলতে পারবেন এবং ভয়েজ রেকর্ড করতে পারবেন। নিচে এর বিবরণ উল্লেখ করা হল এবং ডা্উনলোড লিংক দেওয়া হল-
* আপনি  রোবট, শিশু, পুরুষ, মহিলা ইত্যাদি ভয়েজ চেঞ্চ করতে পরবেন।
* CHORUS, ECHO এফেক্টস যু্ক্ত করতে পারবেন।
* আপনি ভয়েজের গতি পরিবর্তন করতে পারবেন।
* সঙ্গে সঙ্গে পরিবর্তিত ভয়েজ শুনতে পারবেন ।
* আপনি এটি ওয়েব ফাইল মুডে রেকর্ড করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন