২৩ সেপ, ২০১৪

Enabling or Disabling Symantec Endpoint Protection for Windows



You can disable sep through run command.
Typein run command =  
smc -stop
You can enable sep through run command.
Typein run command =  
smc -start

মোবাইল টিপস - অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিলিট করা ফাইল ফিরিয়ে আনুন সহজেই!

অনেক সময় স্মার্টফোনে থাকা প্রয়োজনীয় কোনো ফাইল ভুলে ডিলিট হয়ে যায়। নানা চেষ্টার পরও তা মেমোরি কার্ডে খুঁজে পাওয়া যায় না। তবে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা চাইলে তা ফিরিয়ে আনতে পারবেন।
এজন্য ব্যবহার করতে হবে ‘রিসাইকেল বিন’ নামের অ্যাপ্লিকেশনটি। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে যেমনটি থাকে রিসাইকেল বিন। এ অ্যাপের কাজও অনেকটা সেরকম।
10712808_552677154833443_5781946929644702770_n
বেখেয়ালে ডিলিট হওয়া ফাইলগুলো এ অ্যাপে জমা হয়ে থাকবে। ফলে অ্যাপটিতে গিয়ে প্রয়োজনীয় ফাইলটি উদ্ধার করা যাবে। বাড়তি সুবিধা হলো এটি ইন্টারনেট ছাড়াও কাজ করবে।
এক নজরে ফিচারগুলো
১. অডিও ও ডিডিও, ছবি, ডকুমেন্টসহ সকল ধরনের ফাইল সর্মথন করে অ্যাপ্লিকেশনটি।
২. কোনো ঝামেলা ছাড়া এক ক্লিকে ডিলিট হওয়া ফাইলকে রিস্টোর করা যাবে।
৩. ইন্টারনেট সংযোগ ছাড়াও সম্পূর্ণ অফলাইনে কাজ করবে অ্যাপটি।
৪. একটি নির্দিষ্ট সময় পর ব্যাকআপ ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করার ফিচার রয়েছে এতে। অনেক সময় ডিলিট হওয়া অযথা অনেক ফাইল জমা হয়ে স্মার্টফোনের মেমেরি দখল করে । এ ফিচার সেই সমস্যাও দূর করবে।
৫. জাপানি, ফ্রান্স, চীন, জার্মানসহ অনেকগুলো ভাষা সমর্থন করে এটি।
ডাউনলোড লিঙ্কঃ
প্লে-ষ্টোরঃ https://play.google.com/store/apps/details?id=com.baloota.dumpster&hl=en

২২ সেপ, ২০১৪

গ্রামীণ সিম থেকে দুনিয়ার সকল ফোনে কথা বলুন ফ্রি..!! [Mega Tips]

আজ আপনাদের দেখাবো কি করে গ্রামীণফোন থেকে পৃথিবীর যেকোন দেশের যেকোন নাম্বারে ফ্রিতে কথা বলতে পারবেন। যারা গ্রামীন সিম ব্যবহার করেন তারা সকলেই জানেন যে গ্রামীণ সিমে রাত ১২ টা থেকে সন্ধা ৬ টা পর্যন ফ্রি ফেসবুক ইউস করা যায়, এমনকি Facebook Default Application, Messenger, Opera Mini, UC অথবা যেকোন ব্রাউজার ব্যবহার করে। তাই আমরা আজ সেই সুযোগকেই কাজে লাগাবো।

১। প্রথমে Google Play Store থেকে Messenger এর লেটেষ্ট ভার্সন ডাউনলোড করে নিন। Play Store Link
২। এবার Hotspot Shield Ellite VPN Pro APK ডাউনলোড করুন, তারপর ইনিষ্টল করুন। Download Link
৩। এখন Setting>Apps>Messenger>Clear Data তে গিয়ে ডাটা মুছে দিন।
৪। আপনার Data Connection ON করুন অথবা Wifi দিয়ে Internet সংযোগ নিশ্চিত করুন।
৫। Hotspot Shield Ellite VPN Pro অ্যাপস এ গিয়ে USA Server সিলেক্ট করে IP HIDE করেন।
৬। আপনার Messenger চালু করুন আর দেখুন Online এ থাকা বন্ধুদের নামের উপরে Call Button/icon দেখা যাচ্ছে। তাতে ক্লিক করে আরামছে কথা বলুন আনলিমিটেড কোন ইন্টারনেট বা ডাটা চার্জ ছাড়াই।
উক্ত অ্যাপস দুটি উভয়ের ফোনে থাকতে হবে, যদি আপনার প্রিয়জন USA, UK, CA তে থাকে তবে তার Hotspot Shield ব্যবহার করতে হবে না।
স্কিন সর্টঃ
Facebook-Messenger-4.1-for003

অ্যাপ জানাবে অপরিচিত নম্বরের তথ্য !


 মোবাইল ফোন ব্যবহারকারীদের অনেক সময় অপরিচিত নম্বর থেকে ফোন কল আসে। কারও কারও মোবাইলে কেবল হয়রানি মূলক কলও আসে। আগে এই অপরিচিত নম্বরটি সম্পর্কে জানতে হয়রানির শেষ ছিলো না। কিন্তু এখন চাইলেই জানা যাবে  ছোট একটি অ্যাপের মাধ্যমে, খুব সহজে।  অ্যান্ড্রয়েড উপযোগী  অ্যাপটির নাম  “হু কলস – ফোন ডিরেক্টরি”।
unnamed
এক নজরে অ্যাপটির ফিচার সমূহ:
১.অ্যাপটি ফোন নম্বর ও ইমেইল আইডি দ্বারা অনুসন্ধান করে সঠিক তথ্য জানায়।
২.এতে রয়েছে আনলিমিটেড সার্চ কোয়েরি অপশন
৩. সর্বশেস সার্চ করা তথ্য কিংবা ফোন নম্বরগুলো সিনক্রোনাইজ করা যাবে।
৪. কোন কলার কে চাইলে স্প্যাম হিসেবে চিহ্নিত করে রাখা যাবে। ফলে স্প্যাম কলার থেকে কল সনাক্ত করা যাবে।
৫. কে আপনাকে সার্চ করে আপনার প্রোফাইল দেখতে তাও জানা যাবে অ্যাপটির সাহায্যে।
বিনামূল্য অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

২১ সেপ, ২০১৪

wi-fi হটস্পট বানিয়ে ফেলুন সহজেই!! স্মার্ট ফোনে ইন্টারনেট ব্যবহার করুন আরামেই!!


আজকাল কম বেশি সবারই ল্যাপটপে ইন্টারনেট সংযোগ রয়েছে। মাঝে মাঝে আমাদের স্মার্ট ডিভাইস গুলোতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। আপনি চাইলে ল্যাপটপ থেকে আপনার মোবাইলে, ট্যাবলেটে পিসি’তে বা অন্য কম্পিউটারে সহজেই আপনার ইন্টারনেট সংযোগ ওয়াই-ফাইয়ের মাধম্যে শেয়ার করতে পারেন। এর জন্য ছোট্ট একটি পোর্টেবল টুলস্ ‘MHotSpot’ ব্যাবহার করতে পারেন।
ইহা একটি ফ্রি্ওয়্যার টুলস্ এবং ইন্সটল করার কোন জামেলা নেই। ভ্যাচুয়ার্ল ওয়াই-ফাই হটস্পর্ট হিসেবে কাজ করবে।
ফিচারসমূহঃ
►সর্বোচ্চ ১০ টি ডিভাইসে কানেক্ট করা যাবে
►আপনি আপনার মনমতন হটস্পটের নাম দিতে পারবেন
►এই ফ্রি সফটওয়ারের সাইজ ৪০০কেবি মাত্র
►যেকোনো টাইপের ইন্টারনেট (ল্যান, ৩জি, ৪জি, ওয়াইমাক্স ইত্যাদি) শেয়ার করা যাবে
►যেকোনো ডিভাইস (আন্ড্রয়েড, আইফোন, আইপেড, উইন্ডোজ ফোন) এ ব্যবহার করা যাবে
►খুব সহজেই কানেক্টেড ডিভাইসের নাম, আইপি, ম্যাক এড্রেস বের করা যায়
►খুব সহজেই নেটওয়ার্ক ইউজের বিস্তারিত ( ডাউনলোড, আপ্ললোড, ট্রান্সফার রেট) জানা যাবে
►ওয়্যাপ ২ পিএসক পাসওয়ার্ড এর মাধ্যমে আপনার ওয়ারলেস হটস্পট কে নিরাপত্তা দিবে
►উইন্ডোজ সেভেন এবং এইট অপারেটিং সিস্টেমে এটা কাজ করবে।
ডাউনলোড লিঙ্কঃ http://www.mhotspot.com/downloadm.html
ভিডিও টিউটোরিয়ালঃ http://www.youtube.com/watch?v=S8bunQpsaNo

দেখুন আপনার পরিবারের সদস্য কখন কোন মোবাইলে কথা কত মিনিট কথা বলে ! গ্রামীণফোন গ্রাহক


দেখুন আপনার পরিবারের সদস্য কখন কোন মোবাইলে কথা কত মিনিট কথা বলে !


Trackerআজ খুব মজার ও প্রয়োজনীয় ট্রিকস আপনাদের সাথে সবার সাথে শেয়ার করবো শুধুমাত্র গ্রামীণ ফোন গ্রাহকদের জন্য,  পিতামাতা বা অভিভাবকরা চাইলে আপনার সন্তানের নাম্বার ট্র্যাক করে তার একটিভিটির দিকে নজর রাখতে পারেন আমি যে ট্রিকস টি দিচ্ছি তা শুধুমাত্র গ্রামীণফোন গ্রাহকদের কাজে লাগবে, বাংলালিংক , এয়ারটেল, টেলিটক রবি , সিটিসেল গ্রাহকরা বৃথা চেষ্টা করবেন না ।
গ্রামীণফোন গ্রাহকরা প্রথমে এই লিংকে যান
>এবার যে গ্রামীণফোন নাম্বার ট্র্যাক করতে চাইছেন সেটার  ০১৭ এর পর শেষের ৮ ডিজিট বসান
>তারপর First Name ও last Name বসান
>এবার আপনার নিজের ইমেইল আইডি টাইপ করুন , লক্ষ্য করুন আপনার ইমেইল আইডি টাইপ শেষ করার সাথে সাথে ডান Success লেখা এসেছে এবার ব্রাউজারের জন্য ট্যাবে আপনার ইমেইল আইডিতে লগইন করেন দেখুন GP eCare থেকে Email Verification Code কোড পাঠানো হয়েছে কোডটা কপি করে জিপির রেজিঃ পাতায় ফেরত যান ।
Verification Code এর ঘরে ইমেইল থেকে পাওয়া কোড পেস্ট করুন বা বসান
এবার বাকিতথ্য আপনার প্রয়োজন অনুযায়ী পুরন করার পর সঠিকভাবে ক্যাপচা কোড মিলান ও I have read and agree to the মার্ক করে Create My Account প্রেস করুন ।
গপ Call track
Registration has been completed successfully. A password has been sent to your mobile & also check your mail for more information.
এমন দেখালে বুঝে নিন Registration completed হয়েছে ঐ মোবাইলে লগইন পাসওয়ার্ড পাঠানো হয়েছে , এবার ইমেইলে ভেরিফাই লিংক পাবেন Verify লিংকে ক্লিক করে ইমেইল কনফার্ম করে নিন ।
এবার আপনাকে আসল কাজটা করতে হবে ঘরের মোবাইল হলে তো নিজেই পাসওয়ার্ড পেয়ে যাবেন , আর যদি দুরের মোবাইল হয় তাকে ভুলভাল বুজিয়ে ম্যাসেজটা আপনাকে ফরোয়ার্ড করে পাঠাতে বলুন অথবা খুব ভাল করে শুনে লিখে রাখবেন পাসওয়ার্ড উদ্ধার করতে পারলে কেল্লা ফতে আর পাসওয়ার্ড না পেলে আপনি ব্যর্থ ।
এবার আসুন পরের কাহিনি জানি
এবার এখানে ক্লিক করুন ঐ মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আগের পাসওয়ার্ড চেঞ্জ করে নিন ,
GP eCare services
লগিন করার সাথে সাথে মোবাইলে ও ইমেইলে সেসন কোড পাঠাবে , আপনি যখন কল লিস্ট , এসএমএস ও ঐ নাম্বারের বিস্তারিত দেখতে চাইবেন সেসন কোড প্রবেশ করতে বলবে,  ইমেইল থেকে  কপি করে দেন আর দেখুন আপনার বন্ধু, বান্ধবী ও পরিবারের সদস্য কখন কোন মোবাইল নাম্বারে কথা কত মিনিট কথা বলেছে , কবে কখন কোন নাম্বারে এসএমএস আদান প্রদান হয়েছে , কবে কত টাকা ফ্লেক্সিলোড করা হয়েছে আরো অনেক তথ্য ।

লাইসেন্স করা সফটওয়্যার দিয়ে ফিরিয়ে আনুন হার্ড ডিস্ক বা ডিভাইজ থেকে ডিলিট করা যাবতীয় সকল কিছু..!!!


কি করবেন…???
চিন্তা কি গুগলে সার্চ করুন। সার্চ করলেই পেয়ে যাবেন ডিলিট করা ফাইল ফিরিয়ে আনার হাজারটা সফটওয়্যার পাবেন। কোনটা ফ্রি, কোনটা আবার ট্রায়াল ভার্সন। কি..?? দ্বিধায় পড়ে গেলেন…..??? তাহলে, এই পোষ্টটি আপনার জন্যই……………!!!!!!!!!!
গুগল মামার কাছ থেকে উপদেশ নিয়ে যে কয়টি পেইড সফটওয়্যার ডাউনলোড দিয়েছি তার মধ্যে  Power Data Recovery নামক সফটওয়্যারটি খুব ভাল লাগলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।সফটওয়্যারটি ইন্সটল এবং ইউজ করা একদম সহজ। যেকোন নরমাল সফটওয়্যার এর মতোই এটা একইভাবে ইন্সটল করতে হয়। ইন্সটল দেয়ার পর শুধুমাত্র কি টা বসিয়ে দিলেই হয়ে গেল একটিভেটেট ফুল সফটওয়্যার।
ছবিতে ফ্রি ভার্সন লেখা হলেও সিরিয়াল দিলে প্রো ভার্সন হয়ে যাবে। (ছবি দেখে ভেবাচেকা খাইয়েন না…!!)
সফটওয়্যারটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং দাম সম্পর্কে ধারণা নিতে ক্লিক করুন এখানে
সফটওয়্যারটি ডাউনলোড দিতে ক্লিক করুন এখানে, সিরিয়াল কি এর জন্য ক্লিক করুন এখানে
কোন সমস্যা হলে জানাবেন…..। ফেইসবুকে আমাকে পেতে ক্লিক করুন এখানে।

ডাউনলোড করে নিন Kaspersky Internet Security 2015 সাথে থাকছে Serial Key


Kaspersky-Internet-Security 1

Kaspersky Internet Security 2015:

Kaspersky Internet Security অনেক ভাল এবং পপুলার অ্যান্টিভাইরাস। বেশি ভাগ মানুষেই এই অ্যান্টিভাইরাস ব্যাবহার করে। Kaspersky খুবেই শক্তিশালী অ্যান্টিভাইরাস, আপনি যদি এই অ্যান্টিভাইরাস ব্যাবহার করেন তা হলে আপনার পিসি ১০০% সুরক্ষিত থাকবে। পিসিতে খুব সহজে ভাইরাস ঢুকতে পারবে না। নিচে কিছু এর বৈশিষ্ট্য দিলাম,
Capture 2
বৈশিষ্ট্য:
  • Prevents spying via unauthorized access to your webcam.
  • Safeguards your digital identity and privacy.
  • Identifies suspicious and phishing websites.
  • Alerts you to dangerous public Wi-Fi networks.
  • Helps you keep your children safe and responsible online.
  • Hassle-free protection with maximum PC performance.
  • Real-time Internet protection against all viruses and online threats.
  • Secures online banking and shopping with unique Safe Money technology.

তাই র দেরি না করে এখনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করেন নিন।

ডাউনলোড করুনঃ Kaspersky Internet Security 2015
ডাউনলোড করুনঃ Kaspersky Internet Security 2015 Key File

আজ এ পযন্ত … আগামিদিন অন্য কিছু টিপস নিয়ে আসব। আশা করি  অ্যান্টিভাইরাস  আপনাদের কাজে লাগবে।

এই রকম র কিছু ফুল ভার্সন এবং আপডেট সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাসের জন্য আমার SARKARZONE সাইট টা দেখতে পারেন। আশা করি সবার ভাল লাগবে।

এখন থেকে MS Word ফাইল সেভ হবে অটোমেটিক, তাই হঠাত কারেন্ট গেলেও ডাটা হারাবে না !


যাহোক কাজের কথায় আসি। কি করে এই সেটিং করবেন। সাধারনত এটি অন থাকে তবে সম্য একটু বেশি দেয়া থাকে তাই আপনার কাজ হল সময় কম করে দেয়া।
প্রথমে MS Word ফাইল খুলুন। এরপর বাম দিকে অপশন বাটন এর উপর মাউস রেখে রাইট ক্লিক করে Customize Quick access toolbar এ ক্লিক করুন। না বুঝলে ছবির দিকে খেয়াল করুন।
এর পর নিছের ছবির জায়গায় আপনার ইচ্ছা মতো সময় দিন। সবশেষে OK ক্লিক করে বের হয়ে আসুন। বাস কাজ ওকে। যে সময় দিবেন সে সময় পর পর এখন থেকে আপনার ফাইল সেভ হবে অটোমেটিক।
thank you.

থ্রিজি নেটওয়ার্ক না থাকলেও যেভাবে থ্রিজি ইন্টারনেট ব্যবহার করতে পারেন!



 
মোবাইল কোম্পানি গুলো ইতিমধ্যে প্রচার শুরু করেছে ৬৪ জেলা থ্রিজি নেটওয়ার্ক এর আওতায় এনেছে, কিন্তু দু:খজনক হলেও সত্য শহরের আশপাশের মানুষ তো থ্রিজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেনই না, বরং শহরেও অনেকের ক্ষেত্রে থ্রিজি ইন্টারনেট চালাতে সমস্যা হচ্ছে।
যারা নিজের এলাকায় দুর্বল সিগনালের কারণে কিংবা একেবারেই কোন নেটওয়ার্ক না থাকার কারণে থ্রিজি ব্যবহারের সুযোগ পাচ্ছেন না তাঁরা এই পদ্ধতিটি ব্যবহার করে সহজেই থ্রিজি ইন্টারেনট ব্যবহার করতে পারেন।
কয়েকদিন আগে প্রথম-আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এ বিষয়ে। ফজলে রাব্বি নামের একজন যুবক এ প্রযুক্তিটি ব্যবহার করে ২০ কিলোমিটার দূরের সিগনাল থেকেও থ্রিজি ইন্টারনেট ব্যবহারে গতি বাড়ানোতে সফলতা পেয়েছেন।
আসুন আমরা দেখে নেই কোন স্টেপগুলো ফলো করলে আপনিও এ সুবিধাটি পেতে পারেন।

যা প্রয়োজন

  1. গোলাকৃতির অ্যালুমিনিয়ামের ৩০০ মিমি একটি বাটি/ছাকনি।
  2. থ্রিজি সাপোর্ট করে এমন একটি ইউএসবি মডেম
  3. লম্বা ইউএসবি ক্যাবল (কম্পিউটারের দোকানে পাবেন, ক্যবলটি কত বড় হতে হবে তা নির্ভর করছে আপনার বাড়ির ছাদ থেকে আপনার কম্পিউটারটি যেখানে ব্যবহার করবেন তার দূরত্বের উপর।)
  4. অ্যালুমিনিয়াম ফয়েল
  5. একটি সার্কিট ডায়াগ্রাম (DC 12V, 1/2W SMPS বা নিয়ন্ত্রিত বিদ্যুৎ সাপ্লাই বা ব্যাটারি আপনার ইচ্ছামত ব্যবহার করতে পারেন ।

mini_satilite_3g_2

ধাপসমূহ

এবার আপনাকে যা করতে হবে গোলাকৃতির অ্যালুমিনিয়ামের বস্তুটির ঠিক মাঝ খানে মডেমের ইউএসবির মাপে ছিদ্র করুন, তারপর উপরের অংশ দিয়ে ছিদ্রের মধ্যে আপনার মডেম ঢুকান ও নিচের প্রান্তে থেকে ইউএসবি ক্যাবল সংযুক্ত করে , আপনার বাসার ছাদে বা খোলা জায়গার উচুস্থানে আপনার তৈরি এন্টেনা স্থাপন করে দিন। আর ইউএসবি ক্যাবলের অপর অংশ আপনার পিসি বা ল্যাপটপের সাথে সংযুক্ত করুন।
আপনার সিম থ্রিজি একটিভ করা না থাকলে করে নিন এবং যেকোনো একটি থ্রিজি প্যাকেজ চালু করে নিবেন । এখানে বাংলালিংক,গ্রামীনফোনরবিএয়ারটেল এবং এখানে টেলিটকের থ্রিজি প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
অ্যালুমিনিয়ামের পাল্লা দিয়ে তৈরি অ্যান্টেনার স্যাম্পল
অ্যালুমিনিয়ামের পাল্লা দিয়ে তৈরি অ্যান্টেনার স্যাম্পল
এবার দেখাবো অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের কাজ কি ?
Foilউপরোক্ত পদ্ধতিতে যদি আপনার এলাকায় থ্রিজির নেটওয়ার্ক না আসে তবে , অ্যালুমিনিয়ামের যে বাটি/ছাকনি নিয়েছিলেন তা নিচের মত করে পেঁচিয়ে নিন
অথবা নিচের চিত্রের মত একটি সার্কিট আপনার মডেমের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দিন।
Disposable-Aluminium-Bowl
(সার্কিট ডায়াগ্রামের সম্পূর্ণ বিষয় চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে)
Cirkit
আশা করি এবার আপনার আর কোন সমস্যা নেই তবে নেটওয়ার্ক আপনার এলাকার ১৫/২০ কিলোমিটার এর বেশি দুরে থেকে থাকে তবে আপনার চেষ্টা না করাই ভাল।
all

ইউটিউব ভিডিও ডাউনলোডের ঝামেলাহীন পদ্ধতি!



Keepvid.com দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড নিয়ে এর আগেও একটি পোস্ট করেছিলাম। তবে সেই পোস্টের পদ্ধতিটি মাঝে মাঝে প্রবলেমে ফেলতে পারে আপনাকে। যেমন, বাংলাদেশে কিছুদিন  ইউটিউব বন্ধ থাকার কারণে কিপভিড ইউটিউব এর সার্ভার থেকেলিঙ্ক/ভিডিও ফেচ করতে না পারার কারণে বলা চলে একরকম অকার্য্যকরই হয়েছিল। এছাড়াও java এক্সটেন্সান নিয়েই অনেকেই বিকাপে পড়েছেন হয়তো কারণ কিপভিড জাভা এক্সটেনশন ছাড়া ভিডিও ফেচ করে না!
তবে আজ যে লিঙ্কটি/ওয়েবসাইটটি শেয়ার করবো সেটি নিয়ে আপনাকে কোন প্রবলেমে পড়তে হবে না। এতে জাভা এক্সটেনশন ছাড়াই, ইউটিউব বন্ধ থাকলেও আপনি শুধু গুগল করে লিঙ্ক সার্চ করে নিয়েই ডাউনলোড করতে পারবেন।
তো চলুন কিভাবে করবেন দেখি…
ধাপ ১ – প্রথমে এই লিঙ্কে ক্লিক করে ClipConver এ যান। সেখানে Media URL to Download নামে একটি বক্স পাবেন এখানে ইউটিউবের ভিডিও ইউআরএল বা লিংকটি পেস্ট করুন। তারপর Continue বাটনে ক্লিক করুন। 
ধাপ ২ - এরপর ইউআরএলটি চেক করা হবে এবং তারপর নিচে কিছু অপশন আসবে। সেখানে থেকে প্রথমে ভিডিও এর কোয়ালিটি নির্ধারন করুন। তারপর একটি ফরম্যাট নির্বাচন করুন যেমন MP4, 3GP ইত্যাদি। এরপর স্টার্ট বাটনে ক্লিক করুন। 
ধাপ ৩ – তারপর ভিডিওটি কনভার্ট হতে কয়েক সেকেন্ড সময় নিবে। কমপ্লিট হয়ে গেলে Download বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার ভিডিওটি। 
কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনার ভাল লাগলে আপনার বন্ধুদের এই লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার মত তিনিও হয়তো একই প্রবলেমে ভুগছেন। আজ এই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন! :)