২১ সেপ, ২০১৪

থ্রিজি নেটওয়ার্ক না থাকলেও যেভাবে থ্রিজি ইন্টারনেট ব্যবহার করতে পারেন!



 
মোবাইল কোম্পানি গুলো ইতিমধ্যে প্রচার শুরু করেছে ৬৪ জেলা থ্রিজি নেটওয়ার্ক এর আওতায় এনেছে, কিন্তু দু:খজনক হলেও সত্য শহরের আশপাশের মানুষ তো থ্রিজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেনই না, বরং শহরেও অনেকের ক্ষেত্রে থ্রিজি ইন্টারনেট চালাতে সমস্যা হচ্ছে।
যারা নিজের এলাকায় দুর্বল সিগনালের কারণে কিংবা একেবারেই কোন নেটওয়ার্ক না থাকার কারণে থ্রিজি ব্যবহারের সুযোগ পাচ্ছেন না তাঁরা এই পদ্ধতিটি ব্যবহার করে সহজেই থ্রিজি ইন্টারেনট ব্যবহার করতে পারেন।
কয়েকদিন আগে প্রথম-আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এ বিষয়ে। ফজলে রাব্বি নামের একজন যুবক এ প্রযুক্তিটি ব্যবহার করে ২০ কিলোমিটার দূরের সিগনাল থেকেও থ্রিজি ইন্টারনেট ব্যবহারে গতি বাড়ানোতে সফলতা পেয়েছেন।
আসুন আমরা দেখে নেই কোন স্টেপগুলো ফলো করলে আপনিও এ সুবিধাটি পেতে পারেন।

যা প্রয়োজন

  1. গোলাকৃতির অ্যালুমিনিয়ামের ৩০০ মিমি একটি বাটি/ছাকনি।
  2. থ্রিজি সাপোর্ট করে এমন একটি ইউএসবি মডেম
  3. লম্বা ইউএসবি ক্যাবল (কম্পিউটারের দোকানে পাবেন, ক্যবলটি কত বড় হতে হবে তা নির্ভর করছে আপনার বাড়ির ছাদ থেকে আপনার কম্পিউটারটি যেখানে ব্যবহার করবেন তার দূরত্বের উপর।)
  4. অ্যালুমিনিয়াম ফয়েল
  5. একটি সার্কিট ডায়াগ্রাম (DC 12V, 1/2W SMPS বা নিয়ন্ত্রিত বিদ্যুৎ সাপ্লাই বা ব্যাটারি আপনার ইচ্ছামত ব্যবহার করতে পারেন ।

mini_satilite_3g_2

ধাপসমূহ

এবার আপনাকে যা করতে হবে গোলাকৃতির অ্যালুমিনিয়ামের বস্তুটির ঠিক মাঝ খানে মডেমের ইউএসবির মাপে ছিদ্র করুন, তারপর উপরের অংশ দিয়ে ছিদ্রের মধ্যে আপনার মডেম ঢুকান ও নিচের প্রান্তে থেকে ইউএসবি ক্যাবল সংযুক্ত করে , আপনার বাসার ছাদে বা খোলা জায়গার উচুস্থানে আপনার তৈরি এন্টেনা স্থাপন করে দিন। আর ইউএসবি ক্যাবলের অপর অংশ আপনার পিসি বা ল্যাপটপের সাথে সংযুক্ত করুন।
আপনার সিম থ্রিজি একটিভ করা না থাকলে করে নিন এবং যেকোনো একটি থ্রিজি প্যাকেজ চালু করে নিবেন । এখানে বাংলালিংক,গ্রামীনফোনরবিএয়ারটেল এবং এখানে টেলিটকের থ্রিজি প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
অ্যালুমিনিয়ামের পাল্লা দিয়ে তৈরি অ্যান্টেনার স্যাম্পল
অ্যালুমিনিয়ামের পাল্লা দিয়ে তৈরি অ্যান্টেনার স্যাম্পল
এবার দেখাবো অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের কাজ কি ?
Foilউপরোক্ত পদ্ধতিতে যদি আপনার এলাকায় থ্রিজির নেটওয়ার্ক না আসে তবে , অ্যালুমিনিয়ামের যে বাটি/ছাকনি নিয়েছিলেন তা নিচের মত করে পেঁচিয়ে নিন
অথবা নিচের চিত্রের মত একটি সার্কিট আপনার মডেমের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দিন।
Disposable-Aluminium-Bowl
(সার্কিট ডায়াগ্রামের সম্পূর্ণ বিষয় চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে)
Cirkit
আশা করি এবার আপনার আর কোন সমস্যা নেই তবে নেটওয়ার্ক আপনার এলাকার ১৫/২০ কিলোমিটার এর বেশি দুরে থেকে থাকে তবে আপনার চেষ্টা না করাই ভাল।
all

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন