মোবাইল ফোন ব্যবহারকারীদের অনেক সময় অপরিচিত নম্বর থেকে ফোন কল আসে। কারও কারও মোবাইলে কেবল হয়রানি মূলক কলও আসে। আগে এই অপরিচিত নম্বরটি সম্পর্কে জানতে হয়রানির শেষ ছিলো না। কিন্তু এখন চাইলেই জানা যাবে ছোট একটি অ্যাপের মাধ্যমে, খুব সহজে। অ্যান্ড্রয়েড উপযোগী অ্যাপটির নাম “হু কলস – ফোন ডিরেক্টরি”।
এক নজরে অ্যাপটির ফিচার সমূহ:
১.অ্যাপটি ফোন নম্বর ও ইমেইল আইডি দ্বারা অনুসন্ধান করে সঠিক তথ্য জানায়।
২.এতে রয়েছে আনলিমিটেড সার্চ কোয়েরি অপশন
৩. সর্বশেস সার্চ করা তথ্য কিংবা ফোন নম্বরগুলো সিনক্রোনাইজ করা যাবে।
৪. কোন কলার কে চাইলে স্প্যাম হিসেবে চিহ্নিত করে রাখা যাবে। ফলে স্প্যাম কলার থেকে কল সনাক্ত করা যাবে।
৫. কে আপনাকে সার্চ করে আপনার প্রোফাইল দেখতে তাও জানা যাবে অ্যাপটির সাহায্যে।
বিনামূল্য অ্যাপটি এই ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন