আপনার ব্লগার ব্লগের জন্য মেটা ট্যাগ তৈরী করে নিন।
সাধারণত আমরা যারা ব্লগস্পট/ব্লগার এ ব্লগিং করি তারা জানি যে এই ব্লগ এর জন্য ডিফল্ট মেটা ট্যাগ তৈরী করা থাকে না। এটা এইচটিএমএল কোডিং দিয়ে তৈরী করে নিতে হয়।কিভাবে আপনি সহজেই আপনার ব্লগস্পট/ব্লগার এর জন্য মেটা ট্যাগ তৈরী করতে পারবেন? এটা অনেক সহজ আমি এখন সে গুলো পিসি হেল্পলাইনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আপনারা নিচে লক্ষ করুন:
1. আপনি আপনার ব্লগস্পট/ব্লগার এ লগইন করুন
2. ডিজাইন(Design) এ ক্লিক করুন
3. তারপর এইচটিএমএল এডিটিং (HTML Editing) এ ক্লিক করুন
4. Expand Widget Templates এ টিক চিহ্ন দিন।
5. এরপর rev=’made’/>
name=’keywords’/>
name=’author’/> খুজে বের করুন
**) Your mail address এর জায়গায় আপনার মেইল অ্যাড্রেস লিখুন
**) Your Blogs Keywords এর জায়গায় আপনার ব্লগ এর কীওয়ার্ড লিখুন এবং প্রত্যেকটি কীওয়ার্ড এর মাঝে কমা ব্যবহার করুন, তবে মনে রাখবেন প্রত্যেকটি কীওয়ার্ড স্মল লেটার হতে হবে ও কমার পরে কোন স্পেস থাকবে না।
যেমনঃ technology,movies,book
**) Your blog’s description এর জায়গায় আপনার ব্লগ এর ডেসক্রিপশন লিখুন
**) Your Name এর জায়গায় আপনার নাম লিখুন এবং সবশেষে টেম্পপ্লেট সেভ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন