৭ জানু, ২০১৪

আপনার Android মোবাইলের প্যাটার্ণ লক (Pattern Lock) ভূলে গেছেন বা কারও মোবাইল ঠিক করে দেবেন? দেখুন কিভাবে করবেন।


Apon SoftWorks : আপনার Android মোবাইলের প্যাটার্ণ লক (Pattern Lock) ভূলে গেছেন বা কারও মোবাইল ঠিক করে দেবেন? দেখুন কিভাবে করবেন।
Apon SoftWorks || soroze
How To Restore Android Pattern Lock || Apon SoftWorks|| soroze আজকের তারিখ
পরবর্তী পর্ব
আমাদের মধ্যে Android এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
আমি নিজেও ব্যবহার করি।
Android মোবাইলে ফোন লক করার একটি সুন্দর পদ্ধতি হচ্ছে প্যাটার্ণ লক (Pattern Lock)।
প্যাটার্ণ লক মিলাতে অনেক মজা লাগে। তাই আমরা সাধারনত প্যাটার্ণ লক (Pattern Lock) করে রাখি।
কিন্তু প্যাটার্ণ লক ভূলে গেলেই সাধের ফোন বন্ধ। :-D
কি করবেন যখন আপনার মোবাইলের প্যাটার্ণ লক ভূলে গেছেন?
প্যাটার্ণ লক খুলবার ৬-৭ টা পদ্ধতি আছে।
এটি প্যাটার্ণ লক খুলবার ১ম এবং একমাত্র সেফ (Safe) পদ্ধতি।
Apon SoftWorks



প্যাটার্ণ লক একপ্রকার হাই কোয়ালিটি প্যাটার্ণ ম্যাচিং যা আপনার মোবাইলটি সুরক্ষিত রাখে।
Required:
1. Android Mobile
2. Should be Pattern Enabled
3. Internet Connection
এটি প্যাটার্ণ লক খুলবার ১ম এবং একমাত্র সেফ (Safe) পদ্ধতি।
প্যাটার্ণ লক ভূলে যাওয়া Android ফোনটি সুইচ অন করুন।
১। Screen (১)
How To Restore Android Pattern Lock || Apon SoftWorks|| soroze
এখন যে প্যাটার্ণ লক স্ক্রিন আসলে সেখানে স্ক্রিন ১ এর মতো ৫ বার ভূল প্যাটার্ণ দিন।
ভূল করে যদি খুলেও যায় তবে তো বেচেই গেলেন! :-D
৫ বার ভূল প্যাটার্ণ দিলে স্ক্রিন ২ অনুরুপ আপনাকে একটি Warning Message দেখাবে।
২। Screen (২)
How To Restore Android Pattern Lock || Apon SoftWorks|| soroze
OK করে দিন।
এবার লক্ষ্য করুন একেবারে নিচে Forgot Pattern চলে এসেছে।
৩। Screen (৩)
How To Restore Android Pattern Lock || Apon SoftWorks|| soroze
এবার Forgot Pattern এ যান।
অতঃপর স্ক্রিন ৪ অনুযায়ী আপনার Google Account টিতে সাইন ইন করুন।
৪। Screen (৪)
How To Restore Android Pattern Lock || Apon SoftWorks|| soroze
৫। Screen (৫)
How To Restore Android Pattern Lock || Apon SoftWorks|| soroze
এখন যদি আপনি Google Account টিতে সাইন ইন করতে সফল হন তবে আপনাকে Home বা মেইন হোম অথবা Security Settings বা সিকিউরিটি এর Unlock Section এ নিয়ে যাবে।
৬। Screen (৬)
How To Restore Android Pattern Lock || Apon SoftWorks|| soroze
সেখানে আপনি পুনরায় প্যাটার্ণ লক (Pattern Lock) এ গিয়ে নতুন প্যাটার্ণ দিন।
অতঃপর Continue দিয়ে পুনরায় একই প্যাটার্ণ দিয়ে Confirm করুন।
৭। Screen (৭)
How To Restore Android Pattern Lock || Apon SoftWorks|| soroze
- ভাল লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ
বিঃদ্রঃ স্ক্রিনসট গুলোর উপর নির্ভর হবেন না। আপনার Android মোবাইল ভেদে স্ক্রিনশট গুলো ভিন্ন হতেও পারে। কিন্তু প্রসেস একই।
বিঃদ্রঃ আপডেটেড থাকুন পিসিহেল্পলাইনবিডি.কম এর সাথে। এই পদ্ধতি না হলে আরো পদ্ধতি একে একে দেওয়া হবে। চাইলে ফেসবুকে Apon SoftWorks পেজে লাইক দিয়ে আপডেটেড থাকতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন