৭ জানু, ২০১৪

জেনে রাখুন রুট (Root) করা Android মোবাইলের গুরুত্বপূর্ণ কিছু ফোল্ডার সম্পর্কে

২০/১২/২০১৩ | By । ৬৩৪ বার পঠিত | ৫ টি মন্তব্য | প্রিন্ট ভার্সন
আপনার Android মোবাইলটি রুট
(Root) করেছেন? জেনে রাখুন রুট (Root) করা Android মোবাইলের গুরুত্বপূর্ণ কিছু ফোল্ডার সম্পর্কে
জেনে রাখুন রুট (Root) করা Android মোবাইলের গুরুত্বপূর্ণ কিছু ফোল্ডার সম্পর্কে
আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সফটওয়্যর আর গেইমস খেলার জন্য প্রিয় Android মোবাইলটি রুট (Root) করে থাকেন!
Root করার কিছু সুবিধা থাকা সত্বেও এটি খানিকটা হলেও ভয়ে রাখে।
কারন Root করা থাকলে Malware/Virus আক্রমণ করতে পারে, সিস্টেম ফাইল/ফোল্ডার ডিলেট বা চেঞ্জ হতে পারে ইত্যাদি ইত্যাদি!
এই ব্লগে Root করা বা না করার অনেক কারন দেখিয়ে অনেক পোস্ট দেয়া হয়েছে! অথচ তারপরও আমরা Root করে থাকি।
আমার এই পোস্টে আজ আমি আপনাদেরকে Android মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ ফাইল/ফোল্ডার সম্পর্কে বলবো!
আজকের তারিখ
Required:
1. Rooted Android Mobile
2. File Browser with Root permitted
প্রথমে আপনারা একটি রুট ব্রাউজার (Root Browser) ডাউনলোড করে ইন্সটল করুন!
যেমন- Root Explorer/ES File Manager/AndroZip ইত্যাদি।
অনেকের মোবাইলে করাই থাকে।
Root Browser এর কথা বলেছি ডেমনেষ্ট্রশনের জন্যে। খুব দরকার নেই।
# / = এটি হচ্ছে Android এর মূল রুট। Android এর যাবতীয় কাজকর্ম এখান থেকেই শুরু হয়। এখানে
আপনার করার কিছুই নেই।
# /cache = এখানে ক্যাশ ডাটা জমা হয়।
# /data = এটি আপনার অনেক কাজে আসবে। এখানে ইউজার ইনফো (User Info) সহ আপনার সকল প্রকার
ইউজার এবং অ্যাপ্লিকেশন ডাটা স্টোর হয়।
একটু ভিতরে যাই…
# /data/@btmtk = এখানে Android এর ব্লুটুথ সম্পর্কিত সকল ডাটা সংরক্ষিত হয়। যেমন- ডিভাইস নাম
(Device Name = Bluetooth Name), পায়ার্ড ডিভাইসেস (Paired Devices)
# /data/anr = এখানে আপনার পোর্ট/ইউএসবি বা সমজাতীয় কানেক্টিভিটি সম্পর্কিত তথ্য জমে।
# /data/app = এই ফোল্ডারটি আপনার অনেক কাজে আসবে। আপনি যত প্রকার অ্যাপ্লিকেশন বা গেইমস
ইনস্টল করেন সব এইখানে থাকে। এখান থেকে আপনি ম্যানুয়ালি আপনার অ্যাপ্লিকেশনটি ব্যাকআপ করতে পারবেন।
# /data/app-lib = অ্যাপ্লিকেশনের সব লাইব্রেরি ফাইলস এখানে এক্সট্রাক্ট করা হয় দ্রুত কাজ সম্পাদনের
জন্য।
# /data/app-private = এখানে অ্যাপ্লিকেশনের প্রাইভেট ডাটা জমা হয়।
# /data/dalvik-cache = এখানে অ্যাপ্লিকেশনের ক্লাস (classes.dex) ফাইল গুলি জমা করা হয়! এখানে প্রতিটি
অ্যাপ্লিকেশনের জন্য একটি করে সিংগেল classes.dex ফাইল থাকে।
# /data/data = এখানে অ্যাপ্লিকেশনের ডাটা জমা হয়। এখান থেকে আপনি আপনার মোবাইলে ইন্সটল করা
অ্যাপ্লিকেশনের ডাটা ফাইলগুলি ব্যাকআপ করতে পারবেন। সম্পূর্ণ ফোল্ডারগুলি ব্যাকআপ করা বুদ্ধিমানের কাজ।
# /data/local = এখানে সব টেম্পোরারি ফাইলগুলি জমা হয়।
# /data/lost+found = আপনার হারিয়ে যাওয়া ফাইলগুলি এখানে থাকতেও পারে।
# /data/misc = এখানে আপনার Android মোবাইলটির কানেক্টিভিটি সম্পর্কিত সকল ফাইল থাকে। যেমন,
Bluetooth/Wifi/adb/usb/sensor/vpn
# /data/system = সিস্টেমের বিশেষ কিছু ফাইল এখানে জমা থাকে।
# /data/user = এখানে ইউজার সম্পর্কিত ডাটা থাকে। প্রতি ইউজারের ডাটা আলাদা হয়। মাল্টি ইউজার ফোল্ডার,
অনেকটা Windows এর মাল্টি ইউজারের মতো।
* /mnt = সব রকমের স্টোরেজ আর শেল এখানে থাকে।
* /mnt/cd-rom = এটা থাকতেও পারে নাও থাকতে পারে। এটি আপনার বিল্ট-ইন সিডি রম। এখানে সাধারনত
ইউজার মানুয়্যল থাকে।
* /mnt/sdcard = এটা আপনার স্টোরেজ বা মেমরি কার্ড। এখন থেকে আপনার মেমরি কার্ড এক্সেস করতে
পারবেন।
* /mnt/sdcard2 = এটা আপনার স্টোরেজ বা মেমরি কার্ড। এখন থেকে আপনার মেমরি কার্ড এক্সেস করতে
পারবেন।
* /mnt/sdcard3 = এটা আপনার স্টোরেজ বা মেমরি কার্ড। এখন থেকে আপনার মেমরি কার্ড এক্সেস করতে
পারবেন।
* /storage = এটি মেমরি কার্ডে যাওয়ার একটি সর্টকাট।
এরকম আরো থাকতে পারে।।।
* /res = লিনাক্সএর কিছু রিসোর্স ফাইল থাকে।
* /sbin = এখানে কিছু খুব দরকারী বাইনারী ফাইল থাকে।
* /sys = এটি খুবই প্রয়োজনীয় ফাইল থাকে। এক্সেস না করাই ভাল।
# /system = এটি আপনার সিস্টেম ফোল্ডার যা আপনি ইচ্ছা করলে পরিবর্তন আনতে পারবেন। ব্যাকআপ করতে
পারবেন।
# /system/app = এখানে আপনার সিস্টেম অ্যাপ্লিকেশন গুলো ইন্সটল করা থাকে। আপনি এখান থেকে আপনার
পছন্দের অ্যাপ্লিকেশনটি ব্যাকআপ করতে পারবেন। মজার বিষয় হলো, এখানে আপনি কোন অ্যাপ্লিকেশন বা গেইমস কপি/পেস্ট, মুভ, ড্রাগ করে এনে পারমিশন রিড-অনলি
দিলে আপনার Android মোবাইলটি সেই অ্যাপ্লিকেশনটিকে সিস্টেম অ্যাপ্লিকেশন হিসেবে ধরে নেবে, যা আন-রুট করার পর কারো পক্ষে আন-ইন্সটল করা সম্ভব হবে না।
এখান থেকে আপনি কিছু সিস্টেম অ্যাপ ডিলেট করতে পারবেন, তবে ডিলেট করার আগে অবশ্যই CWM Recovery বা ফাইল গুলি ব্যাকআপ করে রাখবেন।
# /system/fonts = এখানে ফন্ট (Font) ইন্সটল করা হয়। এখানে আপনার ইন্সটল করা সব ফন্ট থাকবে।
# /system/framework = আপনার Android এর ফ্রেমওয়ার্ক ফাইল এখানে থাকে।
# /system/lib = এখানে সিস্টেমের কিছু লাইব্রেরী ফাইল থাকে।
# /system/media = এখান থেকে আপনি বুট-অ্যানিমেশন, সাটডাউন-অ্যানিমেশন, বুট এবং সাটডাউন মিউজিক
বদলাতে পারবেন।
বিঃদ্রঃ
- আপনি না বুঝে এডিট বা পরিবর্তন বা ডিলেট করলে আপনার ফোনটি নষ্ট হয়ে যেতে পারে।
- আমি আপনাদেরকে শুধুমাত্র ফোল্ডার সমূহের কার্যকলাপ জানিয়েছি, পরিবর্তন আপনার ইচ্ছা।
- * চিহ্নিত ফোল্ডার সমূহ পরিবর্তন করার পর CWM Recovery দিয়ে ঠিক করতে পারবেন না। ফ্লাশ করতে হবে।
- পরিবর্তন বা এডিটের দায়-দায়িত্ব আপনার।
-ধন্যবাদhttp://www.pchelplinebd.com/archives/83514

1 টি মন্তব্য: