এক কম্পিউটারে একাধিক উইন্ডো এর মাধ্যমে কাজ করুন সহজেই ।(Dexpot_updated version)
আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা রইল । আশা করি আপনারা সবাই ভাল আছে । আমি একটা অসাধারণ সফটওয়্যার এর সন্ধান পাইলাম । এটার নাম Dexpot। আর ভার্সন হল ১.৬.৯। আমার কাছে সফটওয়ারটা অসাধারণ লাগলো । এর মাধ্যমে একটা কম্পিউটার এ একাধিক উইন্ডো ব্যবহার করা যায় । অর্থাৎ আপনি যদি গান শোনেন,ইন্টারনেট ব্যবহার করেন, এবং আরও কাজ করেন তাহলে শুধু এই সফটওয়্যার এ ক্লিক করুন আর আলাদা উইন্ডো সিলেক্ট করে দিন । তাহলে আপনি যদি এক কাজ থেকে অন্য কাজে যেতে চান তাহলে শুধু সফটওয়্যার থেকে শুধু উইন্ডো পরিবর্তন করে দিন । তাহলে আপনার আগের কোন ট্যাব বা সফটওয়্যার বা অন্য কোন কিছু ওপেন করা পাবেন না । যখন আগের উইন্ডো তে যাবেন তখন এবার আগের জিনিশ পাবেন । আপনার এরকম মনে হবে যেন আপনি চারটা পিসি চালাচ্ছেন ।
════════ஜ۩Screens:۩ஜ══════════
═════════════════════════════════════════════════
Media Fire Download link: http://www.mediafire.com/?5w8n2cth9v2yj82
____________________________________________________________
পোস্টটি
কেমন হল টা কমেন্ট করে জানবেন । কোন প্রকার সমস্যা থাকলে জানাবেন , সমাধান
দেওয়ার চেষ্টা করবো। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ । আপনাদের সবাইকে আমার
পক্ষ থেকে অসংখ্য সুভকামনা রইল ।
ভাল থাকুন,সুস্থ থাকুন
_____পিসি হেল্পলাইন বিডি এর _____
সাথেই থাকুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন