আপনার android ফোন এর গতি কি কমে গেছে? ফোন স্টার্ট হতে কি সময় নিচ্ছে? তাহলে এদিকে আসুন…
আশা করি ভাল আছেন । আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিশ শেয়ার করব । অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের হোম বাটনে চাপ দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না বা অ্যাপ্লিকেশন চালু হতে সময় নিচ্ছে? হয়তো গতি কমে গেছে আপনার প্রিয় স্মার্টফোনটির। নানা কারণেই অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের গতি কমতে পারে। আপনি কিন্তু মাত্র পাঁচ মিনিটেই আপনার এই স্মার্টফোনটির গতি বাড়িয়ে নিতে পারেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ল্যাপটপম্যাগে প্রকাশিত হয়েছে এ পরামর্শ।
কিভাবে করবেনঃ
দেখে আসুন আপনার অ্যাপ্লিকেশন cache। Setting মেনুতে গিয়ে অ্যাপ cache পরিস্কার করে নিতে হবে। কারণ, অ্যাপ cache মূল্যবান সিস্টেম রিসোর্স দখল করে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গতি কমিয়ে দেয়।তাই সেটিং থেকে অ্যাপ্লিকেশান সেটিং এ যান এবং cache পরিস্কার করুন।আপনি এভাবে সকল cache ডিলিট করেন ।
__________________________________________________________________-
আপনি চাইলে একটা সফটওয়্যার এর মাধ্যমে এই কাজটা করতে পারবেন । এটার নাম cache clear । আপনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন আর রান করান । তাহলেই সকল cache ডিলিট হয়ে যাবে ।
Media fire Download link: http://www.mediafire.com/download/Cache_Clear.apk
Google Play download link: http://goo.gl/ha0Ko
________________________________________________________________________
আপনি এভাবে আপনার ফোন এর গতি বৃদ্ধি করতে পারবেন। ( তথ্য সুত্রঃ 30% প্রথম আলো /70% নিজস্ব )
কোন প্রকার সমস্যা হলে জানাবেন,সমাধান দেওয়ার চেষ্টা করব। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আপনাদের জন্য অসংখ্য সুভকামনা রইল।
╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗
ADD US ON FACEBOOK
═════════════════════════════════════════════════
ভাল থাকুন,সুস্থ থাকুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন