৭ জানু, ২০১৪

আপনার Symbian এবং android মোবাইল দিয়ে QR কোড চেক করুন । ( অনেকে হয় তো বুজতে পারলেন না সময় করে…

বন্ধুরা সবাইকে জুম্মা মুবারক , আশাকরি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়াই ভাল আছি । তাহল চলুন দেখে নিই এই QR কোড কি ? আগেই বলে রাখি আমিও এই বিষয়ে খুব ভাল জানি না তবে যেটুকু জানি তাতে মজা পাবেন । QR কোড আসলে আপনারা বিভিন্ন প্রোডাক্ট ভাল ব্রান্ড বা বিভিন্ন বতুল এর গায়ে দেখবেন নীচের চিত্রের মতো একটি ফটো থাকে আর এটাই হলQR কোড । এটার কাজও দারুন ফটো ভাল করে লক্ষ করুন এখানে কিছু দেখতে পাছেন কি না কিন্তু এই ফটো এর মধ্যেই আপনার নাম সব কিছু আছে কি অবাক হলেন , অবাক হবার কিছুই নেই আমি সামনের দিন এই QR কোড বানানো শিখাব , আর আজকে দেখাব কিভবে এই QR কোড চেক করবেন । তাহলে চলুন সুরু করা যাক । এই কাজ টি আপনি আপনার Symbian এবং android  মোবাইল দিয়ে করতে পাবেন জাভা তে হবে কি না বলতে পারছি না ।

08012011204

~>> উপরের চিত্রে দেখুন আশাকরি এবার বুজতে পারলেন । আপনার বাড়ির বিভিন্ন বতুল বা অন্য কিছু তে লক্ষ করুন এই চিত্র মতো এই QR কোড আছে । এখানে অনেক কিছু থাকতে পারে প্রাইজ , কোড , সিরিয়াল নাম্বার ইত্যাদি । তাহলে চলুন দেখে নিন কিভাবে পরীক্ষা করবেন এই কোড এর মধ্যে ঠিক কি আছে ।

১// প্রথমে নীচে লিঙ্ক থেকে NeoReader সফটওয়্যার টি ডাউনলোড করে নিন । আমি Symbian এবং android দুই এর জন্য আলাদা আলাদা লিঙ্ক দিলাম ।

২// ডাউনলোড করে সাধারন ভাবে ইন্সটল করে নিন । এবার সফটওয়্যার টিকে অন করে যে QR কোড চেক করতে চান তার উপরে সফটওয়্যার অন অবস্থাই আপনার মোবাইল ধরে রাখুন , একেবারে মিডিল বরাবর ধরে রাখবেন দেখুন কয়েক সেকেন্ড এর আপনাকে জানিয়ে দেবে ফলা ফল ।

download animition logo

এন্ড্রোয়েডএর জন্য
স্যম্বিয়ান এর জন্য
বা নীচের লিঙ্ক থেকে
~>> আশাকরি ডাউনলোড করতে কোন সমস্যা হবে না । কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি লিঙ্ক ঠিক করে দেবো । নীচে থেকে আমার কিছু QR কোড এর ফটো দেখে নিন ……
~>> নীচে থেকে Neo Reader এর স্ক্রীন শর্ট দেখে নিন ……
~>> ব্যাস তাহলে আজকের মতো এই পর্যন্ত সামনের পোস্টে দেখাবো কিভাবে QR কোড  তৈরি করতে হয় । আশাকরি অপেক্ষাই থাকবেন । আর আমার এই পোস্ট ভাল লাগলে কিনা জানতে ভুলবেন না কিন্তু । তাহলে ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন