মোবাইল দিয়ে কন্ট্রোল করুন আপনার কম্পিউটার বা ল্যাপটপ ।
দুর থেকে কম্পিউটার বা ল্যাপটপ নিয়ন্ত্রণ করুন মোবাইল দিয়ে, কম্পিউটার বা ল্যাপটপের মাউস হবে আপনার মোবাইল ।প্রয়োজনীয়তা –
- একটু দূরে বসে movie দেকছেন বার বার mouse use করতে হবে না ।
- Mouse নষ্ট হয়ে গেছে । Mouse হেসেবে ও ব্যবহার করতে পারবেন ।
- Media Player কে control করতে পারবেন খুব সহজে ।
আপনার যা লাগবে –
- আপনার desktop বা laptop .
- আপনার মোবাইল । (Bluetooth supported )
- একটি Bluetooth .( laptop তে তো Bluetooth থাকেই )
ধাপ সমূহ –
- প্রথমে আপনার desktop pc তে Bluetooth connect করুন ।
- Laptop এর Bluetooth অন করুন ।
- তারপর আপনার মোবাইল কে desktop বা laptop এর সাথে connect করুন ।
- মোবাইল connect হয়ে যাবার পর , মোবাইলের Bluetooth menu থেকে Remote control য়ে গিয়ে ok বাতন চাপুন ।
- লক্ষ করবেন যে আপনার মোবাইল য়ে লেখা আসবে Accept HID request from … যা আপনি yes করবেন ।
- পরবর্তী তে দেখবেন আপনার মোবাইল এ ৩ টি option আসবে
১। Desktop
২। Media Player
৩। Presenter
- উপরের option থেকে যেটা ইচ্ছা select করুন ও ব্যবহার করতে থাকুন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন