আই,পি ট্রাকার যুক্ত করুন আপনার ওয়েব সাইট বা ব্লগে।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।খেয়াল করে দেখবেন যে কিছু ওয়েবসাইটে ভিজিট করলে আপনার আইপি, অবস্হান, আপনার পিসির অপারেটিং সিস্টেমের নাম, ব্রাউজারের নাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নাম ইত্যাদি দেখায় । আপনিও আপনার ওয়েবসাইটে এই Gadget টি যোগ করতে পারেন সহজেই ।আর যদি Gadget টি এখনই যোগ করতে চান তাহলে এখনই শুরু করুন-এখানে ক্লিক করুন । আপনি স্নাইপারনেট ওয়েবসাইটে চলে যাবেন ।
উপরের দিকে ডানপাশে Gadget নামক একটি অপশন পাবেন ।
ক্লিক করুন ।
HTML কোডটি কপি করুন ।
এরপর- আপনার ব্লগে যেখানে রাখতে চান সেখানে রেখে
Save করুন ।
সবাইকে অনেক ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন