
এই
অ্যাপ হল শব্দ ও নড়াচড়া এ সংবেদনশীল। আপনি দুই ধরনের মোড সিলেক্ট করতে
পারবেন । সাউন্ড অথবা মোশন। যদি সাউন্ড দেন তাহলে শব্দে অ্যালার্ম বেজে
উঠবে । আর মোশন দিলে নড়াচড়ায় অ্যালার্ম বাজবে । আপনি উভয় সিলেক্ট করে
অ্যালার্ম দিতে পারবেন । এবার কেউ হাত দিলে অ্যালার্ম বাজবে অথবা সিলেক্ট
করে দেওয়া নাম্বার এ গোপন কল চলে যাবে সেটা আপনি ঠিক করতে পারবেন ।আপনি
পাসওয়ার্ড ও দিতে পারেন । যদি অ্যালার্ম বাজতে থাকে তাহলে disarm এ ক্লিক
করলেই চলবে না পাসওয়ার্ড দিতে হবে। মোবাইল যদি অফ ও করে দেন তাও এটা চলবে ।
অন্য কেউ বুঝতেই পারবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন